আল নাসেরের অনুশীলনে রোনাল্ডো। ছবি: সমাজমাধ্যম।
আগামী ২২ অক্টোবর এফসি গোয়ার বিরুদ্ধে এএফসি চ্যাম্পিয়ন্স লিগ ২-এর ম্যাচ রয়েছে আল নাসেরের। সেই ম্যাচ খেলতে সোমবার রাতেই গোয়ায় চলে এসেছে গোটা দল। সেই দলে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো নেই। তিনি যে থাকবেন না সেই সম্ভাবনাই ছিল বেশি। শেষ পর্যন্ত সেটাই সত্যি হল।
সৌদি আরবের ক্রীড়া সংবাদপত্র ‘আল রিয়াধিয়া’ আগেই জানিয়েছিল, গোয়া ম্যাচে রোনাল্ডোকে বিশ্রাম দেওয়া হতে পারে। ফলে ভারত সফরগামী বিমানে তিনি থাকবেন না। তবে আনুষ্ঠানিক ভাবে এ কথা না জানানোয় রোনাল্ডো-ভক্তদের আশা ছিল। গোয়ার তরফে বহু বার আল নাসেরকে অনুরোধ করা হয়েছিল যাতে রোনাল্ডো ম্যাচটি খেলেন। সেই অনুরোধে কান দেওয়া হল না।
এখনও পর্যন্ত চ্যাম্পিয়ন্স লিগ ২-এ দু’টি ম্যাচ খেলেছে আল নাসের। কোনওটিতেই খেলেননি রোনাল্ডো। তার সঙ্গে আল নাসেরের চুক্তিতেই বলা আছে যে, সৌদি আরবের বাইরে ম্যাচ হলে রোনাল্ডো নিজেই বেছে নিতে পারবেন যে কোনটায় খেলবেন, কোনটায় খেলবেন না। যতই গোয়ার সঙ্গে পর্তুগালের অতীত ইতিহাস থাকুক, রোনাল্ডো তাতে গলেননি বলেই জানা গিয়েছে।
রোনাল্ডো আসবেন ভেবে স্টেডিয়ামের সব টিকিট বিক্রি হয়ে গিয়েছে। দিন দুয়েক আগে আল ফতেহর বিরুদ্ধে রোনাল্ডো গোল দেখে সমর্থকেরা আশায় বুক বাঁধতে শুরু করেছিলেন। তাঁদের হতাশই হতে হচ্ছে। গোয়ার মুখ্য কর্তা রবি পুষ্কুর জানিয়েছেন, ভারতে সরকারি অতিথির মতোই দেখা হবে আল নাসের দলকে। তাঁদের যাতে কোনও রকম অসুবিধা না হয়, সে দিকে সরকারের তরফে খেয়াল রাখা হবে।