Diego Maradona

Diego Maradona: মারাদোনার বাড়ি, গাড়ি কিনতে চাইছেন না কেউ, নিলামের দিন বাড়ানো হল

নিলামে সব থেকে বেশি দাম উঠেছিল মারাদোনার একটি ছবির। সেটি শিল্পী লু সেদোভার আঁকা। ছবিটির দাম ওঠে প্রায় ১ লক্ষ ৬৩ হাজার টাকা।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

কলকাতা শেষ আপডেট: ২১ ডিসেম্বর ২০২১ ১২:১৩
Share:

নিলামে সব থেকে বেশি দাম উঠেছিল মারাদোনার একটি ছবির। —ফাইল চিত্র

দিয়েগো মারাদোনার ব্যবহৃত জিনিস কেনার লোক পাওয়া যাচ্ছে না। প্রায় ৯০টি জিনিস নিলাম করার ভার পড়েছিল এক সংস্থার উপর। রবিবার অবধি নিলামের দিন ঠিক থাকলেও তা বাড়িয়ে দেওয়া হয়েছে। একাধিক দামী জিনিস বিক্রি না হওয়ায় দিন বাড়াতে বাধ্য হল সংস্থা।

নিলামে সব থেকে বেশি দাম উঠেছিল মারাদোনার একটি ছবির। সেটি শিল্পী লু সেদোভার আঁকা। ছবিটির দাম ওঠে প্রায় ১ লক্ষ ৬৩ হাজার টাকা। কিন্তু মারাদোনা তাঁর মা, বাবাকে বুয়েনাস আইরেসে যে বাড়িটি দিয়েছিলেন সেই বাড়িটি কেনার জন্য কাউকে পাওয়া যায়নি। বাড়িটির সর্বনিম্ন মূল্য ছিল প্রায় ৬৮ কোটি ৬৫ হাজার টাকা। মারাদোনার দুটো বিএমডব্লিউ গাড়িও অবিক্রিত।

Advertisement

তিন ঘণ্টা ধরে চলা নিলামে আসে ১৯ লক্ষ ৬৬ হাজার ৩০০ টাকা। অবিক্রিত থেকে যায় ১ লক্ষ কোটি টাকার বেশি মূল্যের জিনিস। নেটমাধ্যমে হওয়া এই নিলামে অনেকেই অংশ নিতে পারেননি বলে মনে করা হচ্ছে। সেই জন্যই দিন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে নিলামকারী সংস্থা।

মারাদোনার সঙ্গে ফিদেল কাস্ত্রোর ছবি বিক্রি হয়েছে ১ লক্ষ ২১ হাজার টাকায়। মারাদোনার নাপোলির জার্সি, প্যান্ট, কিউবান চুরুটও বিক্রি হয়েছে এই নিলামে।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন