East Bengal

কন্যাশ্রী কাপে ১৪ গোল দিল ইস্টবেঙ্গল, হ্যাটট্রিক তিন কন্যার

কন্যাশ্রী কাপে বড় ব্যবধানে জিতল ইস্টবেঙ্গলের মহিলা দল। শুক্রবার রবীন্দ্র সরোবর স্টেডিয়ামে তারা ১৪-১ গোলে হারিয়েছে সরোজিনী নাইড়ু ওএসসি-কে। তিন খেলোয়াড় হ্যাটট্রিক করেছেন।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৯ মে ২০২৫ ২০:৫০
Share:

হ্যাটট্রিক করা তিন ফুটবলার (বাঁ দিক থেকে) দেবলীনা ভট্টাচার্য, অষ্টম ওঁরাও এবং কার্তিক অঙ্গমুথু। ছবি: সংগৃহীত।

কন্যাশ্রী কাপে বড় ব্যবধানে জিতল ইস্টবেঙ্গলের মহিলা দল। শুক্রবার রবীন্দ্র সরোবর স্টেডিয়ামে তারা ১৪-১ গোলে হারিয়েছে সরোজিনী নাইড়ু ওএসসি-কে। তিন খেলোয়াড় হ্যাটট্রিক করেছেন।

Advertisement

ইস্টবেঙ্গলের হয়ে হ্যাটট্রিক করেছেন দেবলীনা ভট্টাচার্য, কার্তিকা অঙ্গমুথু এবং অষ্টম ওঁরাও। দু’টি গোল সুস্মিতা লেপচার। একটি করে গোল সুস্মিতা বর্ধন, সাথী দেবনাথ এবং প্রিয়াঙ্কা সুজিশের।

কন্যাশ্রী কাপের প্রথম ম্যাচে মৈত্রী সংসদকে ৮-১ গোলে হারিয়েছিল ইস্টবেঙ্গল। দ্বিতীয় ম্যাচে সেবায়নী এসডব্লিউও-কে হারিয়েছিল ৯-০ গোলে। সেই ম্যাচে অষ্টম এবং কার্তিকা হ্যাটট্রিক করেছিলেন।

Advertisement

তবে তৃতীয় ম্যাচে কালীঘাট স্পোর্টস লাভার্স অ্যাসোসিয়েশনের কাছে ০-২ গোলে হেরে যায় ইস্টবেঙ্গল। সেই হারের ধাক্কা কাটিয়ে এ দিন আবার জয়ের সরণিতে ফিরল তারা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement