East Bengal

এএফসি চ্যাম্পিয়ন্স লিগের যোগ্যতা অর্জন পর্বে জিতল ইস্টবেঙ্গলের মহিলা দল, হারাল কম্বোডিয়ার ক্লাবকে

এএফসি উইমেন্স চ্যাম্পিয়ন্স লিগের মূলপর্বে খেলার দিকে আরও এক ধাপ এগিয়ে গেল ইস্টবেঙ্গল। সোমবার কম্বোডিয়ার ন্যাশনাল স্পোর্টস কমপ্লেক্স স্টেডিয়ামে সে দেশের ক্লাব নম পেন ক্রাউনকে ১-০ গোলে হারাল তারা।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৫ অগস্ট ২০২৫ ২২:৫৪
Share:

গোলের পর ফাজিলার উচ্ছ্বাস। ছবি: সংগৃহীত।

এএফসি উইমেন্স চ্যাম্পিয়ন্স লিগের মূলপর্বে খেলার দিকে আরও এক ধাপ এগিয়ে গেল ইস্টবেঙ্গল। সোমবার কম্বোডিয়ার ন্যাশনাল স্পোর্টস কমপ্লেক্স স্টেডিয়ামে সে দেশের ক্লাব নম পেন ক্রাউনকে ১-০ গোলে হারাল তারা। একমাত্র গোলটি করেন ফাজিলা ইকওয়াপুট। আগামী ৩১ অগস্ট হংকংয়ের কিচি এসসি-র সঙ্গে খেলবে ইস্টবেঙ্গল। সেই ম্যাচ জিতলে সরাসরি মূলপর্বে খেলার যোগ্যতা অর্জন করবে তারা।

Advertisement

মহিলাদের আই লিগ জেতার সুবাদে এই প্রথম এএফসি উইমেন্স চ্যাম্পিয়ন্স লিগের মূলপর্বে খেলার সুযোগ পেয়েছে ইস্টবেঙ্গল। ক্রাউনের বিরুদ্ধে এ দিন গোটা ম্যাচে লাল-হলুদের দাপটই ছিল বেশি। তবে প্রথমার্ধে কম্বোডিয়ার ক্লাবটিও বেশ লড়াই হয়েছে। দু’দলই গোলের কাছাকাছি পৌঁছেও সুযোগ কাজে লাগাতে পারেনি। ৪২ মিনিটে বিপক্ষের জালে বল জড়িয়েছিলেন ফাজিলা। তবে অফসাইডের জন্য সেই গোল বাতিল হয়।

দ্বিতীয়ার্ধে আক্রমণ আরও বাড়িয়ে দেয় ইস্টবেঙ্গল। ৪৭ মিনিটে ফাজিলার অসাধারণ শট বাঁচিয়ে দেন ক্রাউনের গোলকিপার চেয়া ফারিয়া। এক মিনিট পরেও বক্সের মধ্যে থেকে বাইরে শট মেরে বসেন সুলঞ্জনা রাউল। এর পর দু’টি সুযোগ নষ্ট করেন ফাজিলা এবং সঙ্গীতা বাসফোর।

Advertisement

অবশেষে ৭০ মিনিটে আসে গোল। নিখুঁত ক্রসে ফাজিলাকে খুঁজে নেন রেস্টি নানজিরি। কাছ থেকে শটে গোল করেন ফাজিলা। সংযুক্তি সময়ের পঞ্চম মিনিটে ফাজিলা ফাউল করায় লাল কার্ড দেখেন বিপক্ষ গোলকিরায় চেয়া।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement