অফসাইডের নতুন প্রযুক্তি দেখা যেতে পারে বিশ্বকাপে। ছবি: সমাজমাধ্যম।
বিশ্বকাপে নতুন প্রযুক্তি চালু করতে চাইছে ফিফা। প্রতিটি ফুটবলারের ত্রিমাত্রিক অবতার তৈরি করা হবে, যাতে নির্ভুল ভাবে অফসাইডের সিদ্ধান্ত নেওয়া যায়। সে কারণে প্রতিটি দেশের প্রত্যেক ফুটবলারের ছবি তুলে ডিজিটাল স্ক্যান হবে। এমনটাই জানা গিয়েছে।
‘বিবিসি’ জানিয়েছে, এই প্রযুক্তি হবে স্বনিয়ন্ত্রিত। প্রত্যেক ফুটবলারকে একটি ঘরে ঢুকে ছবি তুলতে হবে। এক সেকেন্ডের বেশি সময় লাগবে না। প্রতিযোগিতা শুরুর আগে যে ফটোশুট হয় তখনই এই কাজ করা হবে। ফিফার দাবি, প্রত্যেক ফুটবলারের শরীরের নিখুঁত মাপ সংগ্রহ করার জন্যই এই কাজ করা হচ্ছে। এর ফলে সঠিক ভাবে অফসাইডের সিদ্ধান্ত নেওয়া সম্ভব হবে।
ফিফা জানিয়েছে, দ্রুতগতিতে নড়াচড়া বা কারও দৃষ্টি অবরুদ্ধ হলে ক্যামেরার সাহায্যে সহজেই সেই ফুটবলারকে চিহ্নিত করা যাবে। চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে রিপ্লে যতটা সম্ভব বাস্তবোচিত করে তোলার চেষ্টা করা হবে।
চলতি মরসুমের ইপিএল শুরুর সময়ে ম্যাঞ্চেস্টার সিটি বনাম নিউক্যাসলের একটি ম্যাচে বিতর্ক হয়েছিল। নিউক্যাসলের একটি গোল অন্যায্য ভাবে দেওয়া হয়েছিল বলে অভিযোগ উঠেছিল। গোলের মুহূর্তে সিটির রুবেন দিয়াস লাফিয়েছিলেন। কিন্তু সেটি প্রযুক্তিতে ধরা পড়েনি। ফিফার আশা, নতুন ত্রিমাত্রিক অবতারে এই সমস্যা হবে না। কোন ফুটবলার কখন কী করছেন, সব ধরা পড়বে।
এই প্রযুক্তি ফিফার আন্তর্মহাদেশীয় কাপে ব্যবহার করা হয়েছে। ডিসেম্বরে ফ্ল্যামেঙ্গো এবং পিরামিডস এফসি দলের ফুটবলারদের স্ক্যান করা হয়েছিল।