Lionel Messi

পোল্যান্ডকে হারিয়ে প্রি-কোয়ার্টারে আর্জেন্টিনা, কোন পথে জিতলেন মেসিরা?

বুধবার পোল্যান্ডকে হারালেই নকআউটে পৌঁছে যাবে আর্জেন্টিনা। প্রথমার্ধে মেসি পেনাল্টি নষ্ট করেন। বিরতির পরেই গোল করেন ম্যাক অ্যালিস্টার। আর্জেন্টিনার দ্বিতীয় গোল আলভারেসের।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০১ ডিসেম্বর ২০২২ ০০:০২
Share:

গোলের পর আর্জেন্টিনার উল্লাস। ছবি: রয়টার্স

শুধু মূল বিষয়গুলি
শেষ আপডেট: ০১ ডিসেম্বর ২০২২ ০২:৩৮ key status

ম্যাচ শেষ

আর্জেন্টিনা জিতল ২-০ ব্যবধানে।

শেষ আপডেট: ০১ ডিসেম্বর ২০২২ ০২:১৯ key status

৮৮ মিনিট

শেষের দিকে এসে কিছুটা হালকা দিচ্ছে আর্জেন্টিনা। পোল্যান্ডকে দেখে কখনওই মনে হচ্ছে না তারা গোল পেতে পারে। ম্যাচের শেষ দিকেও বলের নিয়ন্ত্রণ আর্জেন্টিনার পায়েই।

Advertisement
শেষ আপডেট: ০১ ডিসেম্বর ২০২২ ০২:০৯ key status

৮০ মিনিট

গোলদাতা আলভারেস এবং এনজোকে তুলে নিলেন স্কালোনি। কিন্তু আর্জেন্টিনার আক্রমণ অব্যাহত। এখনও গোলের সন্ধানে তারা।

শেষ আপডেট: ০১ ডিসেম্বর ২০২২ ০২:০৪ key status

৭২ মিনিট

ওহ মেসি! গোল করে ফেলতে পারতেন তিনি। বাঁ দিক থেকে সুন্দর পাস পেয়েছিলেন। অনায়াসে গোলে রাখতে পারতেন তিনি। কিন্তু তাঁর শট সোজাসুজি আটকে দিলেন গোলকিপার।

Advertising
Advertising
শেষ আপডেট: ০১ ডিসেম্বর ২০২২ ০২:০২ key status

৬৮ মিনিট

এ বার গোল করলেন আলভারেস। মাঝমাঠ থেকে এনজ়ো ফের্নান্দেসের পাস পেয়েছিলেন। ডান পাসে নিখুঁত শটে বল জালে জড়ালেন তিনি।

শেষ আপডেট: ০১ ডিসেম্বর ২০২২ ০১:৪৫ key status

৫৫ মিনিট

গোল পেয়ে তেড়েফুঁড়ে খেলছে পোল্যান্ড। অতি রক্ষণাত্মক মানসিকতা ছেড়ে বেরিয়ে এসে গোলের দিকে এগোচ্ছে তারা। এতে আর্জেন্টিনার কাছে খেলাটা অনেক সহজ হচ্ছে। মাঠে অনেক জায়গা পাচ্ছে তারা।

শেষ আপডেট: ০১ ডিসেম্বর ২০২২ ০১:৪০ key status

৪৮ মিনিট। গোওওওওওওওওওল

এগিয়ে গেল আর্জেন্টিনা। দ্বিতীয়ার্ধের শুরুতেই গোল করে দিলেন ম্যাক অ্যালিস্টার। ডাউন দ্য লাইন দৌড়েছিলেন মোলিনা। সেখান থেকে তিনি ক্রস করেছিলেন। গোল করলেন আর্জেন্টিনার মিডফিল্ডার।

শেষ আপডেট: ০১ ডিসেম্বর ২০২২ ০১:১০ key status

৩৮ মিনিট। মেসির পেনাল্টি নষ্ট

শেজেনি বল ক্লিয়ার করতে গিয়ে মেসির মুখে হাত চালিয়ে দেন। ভার-এর সঙ্গে আলোচনা করার পর পেনাল্টির সিদ্ধান্ত দেন রেফারি। মেসির শট বাঁ দিকে ঝাঁপিয়ে পড়ে বাঁচিয়ে দিলেন পোলিশ গোলকিপার। সৌদি আরবের বিরুদ্ধে পেনাল্টি বাঁচিয়েছিলেন শেজেনি।

শেষ আপডেট: ০১ ডিসেম্বর ২০২২ ০১:০৩ key status

৩২ মিনিট

দি মারিয়া কর্নার থেকে সোজাসুজি গোলে শট নিয়েছিলেন। বাঁকানো বল গোলেই ঢুকছিল। শেজেনি বাঁচিয়ে দিলেন অল্পের জন্য। না হলে প্রথম গোল পেয়ে যেতে পারত আর্জেন্টিনা।

শেষ আপডেট: ০১ ডিসেম্বর ২০২২ ০০:৫৮ key status

২৭ মিনিট

অতি রক্ষণাত্মক মনোভাব নিয়ে খেলছে পোল্যান্ড। তাদের সব ফুটবলাররাই নিজেদের অর্ধে খেলছেন। প্রতি আক্রমণের উপর ভরসা রাখছে পোল্যান্ড। কিছু ক্ষণ আগেই মেসির শট গোলকিপার বাঁচান। তার পরেই আকুনার শট পোস্টের পাশ দিয়ে বেরিয়ে গেল।

শেষ আপডেট: ০১ ডিসেম্বর ২০২২ ০০:৫২ key status

২২ মিনিট

পোল্যান্ড পর পর ফ্রিকিক এক কর্নার পেয়েছিল। কোনওটাই কাজে লাগাতে পারল না তারা। তবে মাঝেমাঝেই আক্রমণে উঠছেন লেয়নডস্কিরা।

শেষ আপডেট: ০১ ডিসেম্বর ২০২২ ০০:৪৭ key status

১৫ মিনিট

দি মারিয়া মেসিকে পাস দিয়েছিলেন। তিনি দেন দি পলকে। তাঁর থেকে মোলিনা পাস দেন মেসিকে। তবে আগেই বল আটকে দেন পোল্যান্ডের ডিফেন্ডার। তার পরেই মেসির থেকে বাঁ দিকে পাস পেয়েছিলেন আকুনা। তাঁর উঁচু শট বারের উপর দিয়ে উড়ে গেল।

শেষ আপডেট: ০১ ডিসেম্বর ২০২২ ০০:৪০ key status

১০ মিনিট

শট করেছিলেন মেসি। তবে ডান পায়ের দুর্বল শট শেজেনির বাঁচাতে অসুবিধা হয়নি। সামান্য আগে আবার বল পেয়েছিলেন মেসি। তাঁর শট প্রতিহত হল সতীর্থের গায়ে লেগেই। তার পরে ফের একটি সুযোগ পেয়েছিলেন। বাঁচিয়ে দিলেন গোলকিপার।

শেষ আপডেট: ০১ ডিসেম্বর ২০২২ ০০:৩৬ key status

৫ মিনিট

শুরুতেই কর্নার পেল আর্জেন্টিনা। দি মারিয়ায় কর্নার থেকে হেড প্রতিহত হল। পাল্টা ক্রস থেকে ওটামেন্ডির হেড বাইরে। পাল্টা পোল্যান্ডও আক্রমণ করছে।

শেষ আপডেট: ৩০ নভেম্বর ২০২২ ২৩:৩৭ key status

আর্জেন্টিনার প্রথম একাদশ

এমিলিয়ানো, মোলিনা, রোমেরো, ওটামেন্ডি, আকুনা, দি পল, এনজো, ম্যাক অ্যালিস্টার, মেসি, আলভারেস, দি মারিয়া।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
Advertisement
আরও পড়ুন
Advertisement