East Bengal's Letter to PM Modi

প্রধানমন্ত্রীকে চিঠি ইস্টবেঙ্গলের, ভারতীয় ফুটবলের অচলাবস্থা কাটাতে হস্তক্ষেপের আর্জি

ভারতীয় ফুটবলের অচলাবস্থা কাটাতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দ্বারস্থ হয়েছে ইস্টবেঙ্গল। প্রধানমন্ত্রীকে হস্তক্ষেপের আর্জি জানিয়েছে লাল-হলুদ।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২০ নভেম্বর ২০২৫ ২২:৫৭
Share:

ইস্টবেঙ্গল ক্লাব। —ফাইল চিত্র।

ভারতীয় ফুটবলে অচলাবস্থা কাটার নাম নেই। আইএসএল আদৌ হবে কি না, বা হলে কবে হবে, তা নিয়ে কোনও নিশ্চয়তা নেই। এই পরিস্থিতিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দ্বারস্থ হয়েছে ইস্টবেঙ্গল। প্রধানমন্ত্রীকে হস্তক্ষেপের আর্জি জানিয়েছে লাল-হলুদ।

Advertisement

প্রধানমন্ত্রীকে একটি চিঠি লিখেছে ইস্টবেঙ্গল। সেখানে দেশের এক নম্বর লিগ আইএসএল এখনও শুরু না হওয়ায় সংশয় প্রকাশ করা হয়েছে। চিঠিতে লেখা হয়েছে, আইএসএল ভবিষ্যৎ নিশ্চিত না হওয়ায় ফুটবলার, ক্লাবকর্তা এমনকি, সমর্থকেরাও হতাশ। ইস্টবেঙ্গল ক্লাবের সভাপতি মুরারি লাল লোহিয়া সেই চিঠি প্রধানমন্ত্রীকে লিখেছেন। সেখানে লেখা হয়েছে, দেশের ফুটবলের ভবিষ্যৎ নিয়ে চিন্তা বাড়ছে। এর আশু সমাধান প্রয়োজন।

সদ্য প্রকাশিত ফিফা ক্রমতালিকায় আরও ছ’ধাপ নেমে ১৪২ নম্বরে রয়েছে ভারত। সেই কথাও লেখা হয়েছে চিঠিতে। ১৯৫১, ১৯৬২ সালের এশিয়ান গেমসে সোনাজয়ী দেশের ফুটবলের এই হাল মেনে নেওয়া যাচ্ছে না। প্রধানমন্ত্রী যদি দ্রুত কোনও সমাধান না বার করেন, তা হলে দেশের ফুটবল আরও তলানিতে গিয়ে পৌঁছোবে, এমনটাই লেখা রয়েছে চিঠিতে।

Advertisement

আইএসএলের ভবিষ্যৎ নির্ভর করছে সুপ্রিম কোর্টের নির্দেশের উপর। সর্বভারতীয় ফুটবল সংস্থা আইএসএলের স্পনসর হওয়ার জন্য দরপত্র চাইলেও কোনও সংস্থা আগ্রহ দেখায়নি। ফলে বিষয়টি আবার সুপ্রিম কোর্টে গিয়েছে। শুক্রবার সেই শুনানি হওয়ার কথা। এর আগে দেশের ১২টি ফুটবল ক্লাব শীর্ষ আদালতে আবেদন করেছে। তাতে বলা হয়েছে, যাতে দ্রুত সমস্যার সমাধান হয় সেই চেষ্টা করুক সুপ্রিম কোর্ট। সেই ১২টি দলের মধ্যেও রয়েছে ইস্টবেঙ্গল। এ বার আলাদা করে প্রধানমন্ত্রীকে চিঠি লিখেছে তারা।

চিঠিতে প্রধানমন্ত্রীর কাছে আবেদন করা হয়েছে, আইএসএলের স্পনসর পাওয়ার বিষয়ে তিনি যেন নজর দেন। প্রতিযোগিতা যাতে সুষ্ঠু ভাবে হয়, তার জন্য মোদীর হস্তক্ষেপ চাওয়া হয়েছে। এ-ও বলা হয়েছে, প্রধানমন্ত্রীর উপর পুরো বিশ্বাস ক্লাবের রয়েছে। যে ভাবে ভারতের খেলাধুলোর উন্নতিতে তিনি নেতৃত্ব দিয়েছেন, সে ভাবেই দেশের ফুটবলের উন্নতিতে তিনি যেন এগিয়ে আসেন, সেই অনুরোধ করেছে ইস্টবেঙ্গল।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement