Florentino Perez and Joan Laporta

রেফারিকে ঘুষ! ঝগড়া স্পেনের দুই ক্লাব বার্সোলোনা ও রিয়াল মাদ্রিদের, চলছে কাদা ছোড়াছুড়ি

বার্সেলোনার বিরুদ্ধে রেফারিদের টেকনিক্যাল কমিটির কর্তাকে ঘুষ দেওয়ার অভিযোগ তুলল রিয়াল মাদ্রিদ। পাল্টা রিয়ালকে নিশানা করেছে বার্সা।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৯ নভেম্বর ২০২৫ ১৯:৫৮
Share:

ফ্লোরেন্তিনো পেরেজ় (বাঁ দিকে) ও জোয়ান লাপোর্তা। ছবি: এক্স।

খেলার মাঠের বাইরের লড়াইয়ে জড়িয়ে পড়েছে স্পেনের দুই প্রধান ক্লাব রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা। রিয়ালের প্রেসিডেন্ট ফ্লোরেন্তিনো পেরেজ়ের অভিযোগ, রেফারিদের টেকনিক্যাল কমিটির প্রাক্তন ভাইস-প্রেসিডেন্ট হোসে মারা এনরিকেজ় নেগ্রেইরাকে ঘুষ দিয়েছে বার্সা। ঘুষের টাকা নাকি এখনও বাকি। সেই বিষয়ে মামলাও হয়েছে আদালতে। এ বার পেরেজ়কে পাল্টা নিশানা করলেন বার্সার প্রেসিডেন্ট জোয়ান লাপোর্তা। তাঁর দাবি, রেফারিদের টাকা দিয়ে ম্যাচ জেতার চেষ্টা করে রিয়াল, বার্সা নয়।

Advertisement

লাপোর্তার অভিযোগ, ইচ্ছা করে বার্সার পিছনে পড়েছেন পেরেজ়। তিনি বলেন, “এত দিন আমি এই বিষয়ে কিছু বলিনি। কিন্তু এ বার বলার সময় হয়েছে। রিয়াল খুব বাড়াবাড়ি করছে। দেখে মনে হচ্ছে, নিজেদের দোষ ঢাকার জন্য ওরা বার্সার কাঁধে বন্দুক রেখে চালানোর চেষ্টা করছে।”

লাপোর্তা জানিয়েছেন, বার্সা কোনও দিন রেফারিকে ঘুষ দেওয়ার চেষ্টা করেনি। উল্টে অনেক ম্যাচে দেখা গিয়েছে, রেফারিরা রিয়ালের পক্ষে কিছু বিতর্কিত সিদ্ধান্ত দিয়েছেন। লাপোর্তা বলেন, “ওরা ইচ্ছা করে বিষয়টা টানছে। কারণ, বার্সা কোনও দিন রেফারিকে ঘুষ দেয়নি। অনেক ম্যাচ দেখে মনে হয়েছে, রেফারিরা রিয়ালকে সুবিধা দিয়েছে। সে দিক থেকে চোখ ঘোরাতে এই কাজ করছে ওরা।”

Advertisement

এই প্রসঙ্গে ২০০৪ থেকে ২০১৫ সাল পর্যন্ত স্পেনের ফুটবলে বার্সার আধিপত্যের কথাও টেনে এনেছেন লাপোর্তা। তিনি বলেন, “২০০৪ থেকে ২০১৫ সাল পর্যন্ত আমরাই আধিপত্য দেখিয়েছি। সেই সময় গোটা বিশ্ব আমাদের প্রশংসা করেছে। পেরেজ় এটা মানতে পারছেন না। তাই উনি এই সব কথা বলে আমাদের গায়ে কালি লাগানোর চেষ্টা করছেন।”

কয়েক দিন আগে একটি অনুষ্ঠানে পেরেজ় অভিযোগ করেছিলেন, নেগ্রেইরার সঙ্গে বার্সার সম্পর্ক অনেক গভীর। বার্সা নেগ্রেইরাকে ঘুষ দিয়ে ম্যাচ জেতার চেষ্টা করেছে বলে অভিযোগ করেন তিনি। সেই বিষয়ে আইনি প্রক্রিয়া চলছে। বার্সার দাবি, পরামর্শদাতা হিসাবে নিয়ে আসা হয়েছিল নেগ্রেইরাকে। তার জন্য পারিশ্রমিকও পেয়েছেন তিনি। এর সঙ্গে অন্যায় ভাবে ম্যাচ জেতার কোনও যোগ নেই। সেই ঘটনা নিয়ে জল ক্রমশ গড়িয়ে চলেছে। কাদা ছোড়াছুড়ি চলছে দুই ক্লাবের তরফে। দুই ক্লাবের প্রেসিডেন্ট তাতে জড়িয়ে পড়েছেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement