Cristiano Ronaldo in Al Nassr

১০০০ গোলের স্বপ্ন! আল নাসেরে থাকতে কি চাইছেন না রোনাল্ডো? কী সিদ্ধান্ত নেবেন সিআর৭

আল নাসেরের খেলায় খুশি নন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। ফলে এখনই ক্লাবের সঙ্গে চুক্তি বাড়াতে চাইছেন না তিনি। কী সিদ্ধান্ত নিতে চাইছেন রোনাল্ডো?

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১১ মে ২০২৫ ১৮:০২
Share:

ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। —ফাইল চিত্র।

ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর স্বপ্ন ১০০০ গোল। কিন্তু আল নাসেরে যে ভাবে খেলছে তাতে সেই স্বপ্ন পূরণ হওয়া মুশকিল। দলের খেলায় খুশি নন রোনাল্ডো। ফলে এখনই ক্লাবের সঙ্গে চুক্তি বাড়াতে চাইছেন না তিনি। তবে কি এ বার সৌদি আরবের ক্লাব ছাড়তে চাইছেন সিআর৭?

Advertisement

সম্প্রতি সৌদি প্রো লিগে আল ইত্তিহাদের কাছে হেরেছে আল নাসের। তার আগে এএফসি চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনাল থেকে বিদায় নিয়েছে তারা। আল ইত্তিহাদের কাছে হেরে পয়েন্ট তালিকায় চার নম্বরে নেমেছে রোনাল্ডোর ক্লাব। ফলে পরের বার এএফসি চ্যাম্পিয়ন্স লিগ খেলার সম্ভাবনা তাদের কম। এই পরিস্থিতিতে সৌদির ক্লাবে নিজের ভবিষ্যৎ নিয়ে ভাবছেন ৪০ বছর বয়সি ফুটবলার।

২০২৩ সাল থেকে আল নাসেরে খেলছেন রোনাল্ডো। সৌদির লিগের মুখ তিনি। কিন্তু দু’মরসুমে দলকে কোনও ট্রফি জেতাতে পারেননি রোনাল্ডো। সেটাই ভাবাচ্ছে তাঁকে। জানা গিয়েছে, সৌদির লিগের অন্য দল থেকেও রোনাল্ডোকে প্রস্তাব দেওয়া হয়েছে। সেই সব প্রস্তাব ভেবে দেখছেন পর্তুগালের ফুটবলার।

Advertisement

রোনাল্ডোর গোলের সংখ্যা এখন ৯৩৪। অর্থাৎ, ১০০০ গোলের রেকর্ড থেকে ৬৬ গোল দূরে রয়েছেন তিনি। বিশ্বের প্রথম ফুটবলার হিসাবে ক্লাব ও দেশের হয়ে মোট ১০০০ গোল করার সুযোগ রয়েছে রোনাল্ডোর। তবে তার জন্য বেশি ম্যাচ খেলতে হবে তাঁকে। আল নাসের যে ভাবে একের পর এক প্রতিযোগিতা থেকে বিদায় নিচ্ছেন, তাতে রোনাল্ডো খুশি নন। সেই কারণেই ভবিষ্যৎ নিয়ে ভাবছেন তিনি। এখন দেখার নিজের কেরিয়ার নিয়ে কী সিদ্ধান্ত নেন পর্তুগালের তারকা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement