David Beckham

চুল কাটতে গিয়ে কী করে ফেললেন বেকহ্যাম! ভিডিয়ো পোস্ট করে দিলেন স্ত্রী ভিক্টোরিয়া

ফুটবলজীবনে নানা রকম কেশসজ্জায় দেখা যেত ডেভিড বেকহ্যামকে। এক সময় তাঁর প্রিয় কেশসজ্জা ছিল ‘স্কিনহেড’। আবার তেমন করতে চেয়েছিলেন। বেকহ্যাম নিজেই চুল কাটার চেষ্টা করেন। তাতেই বিপত্তি।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২১ জুলাই ২০২৫ ১৭:৩২
Share:

নিজে চুল কাটতে গিয়ে বিপত্তি ডেভিড বেকহ্যামের। ছবি: ইনস্টাগ্রাম।

ডেভিড বেকহ্যাম। ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক তাঁর ফুটবল দক্ষতার জন্য পরিচিত। জনপ্রিয় সাজসজ্জার জন্যও। ৫০ বছরের প্রাক্তন ফুটবলার চেয়েছিলেন, নিজের পুরনো কেশসজ্জা ফিরিয়ে আনতে। নিজে নিজে চেষ্টা করতে গিয়ে ঘটিয়েছেন বিপত্তি। তাঁর ঘেঁটে যাওয়া কেশসজ্জার ছবি সমাজমাধ্যমে পোস্ট করেছেন স্ত্রী ভিক্টোরিয়া বেকহ্যাম।

Advertisement

২০০০ সালের প্রথম দিকে বেকহ্যামকে দেখা যেত ‘স্কিনহেড’এ বা প্রায় ন্যাড়া মাথায়। তাঁর সেই কেশসজ্জা ফুটবলপ্রেমীদের মধ্যে জনপ্রিয়ও হয়েছিল। আবার তেমনই করতে চেয়েছিলেন বেকহ্যাম। ট্রিমার দিয়ে নিজেই চুল কাটার চেষ্টা করেছিলেন। তাতেই ঘটে বিপত্তি।

মেশিন চালু করে চুলে ছোঁয়াতেই খসে পড়ে যায় ট্রিমারের সামনের অংশ। সঙ্গে এক খাবলা চুল। মাথার সামনে ডান দিকের খানিকটা অংশের চুল খাবলা হয়ে উঠে যায়। আয়নায় নিজের কীর্তি দেখে লজ্জা পেয়ে যান নিজেই। হাত দিয়ে মাথার এই অংশ ঢাকার চেষ্টা করেন প্রাক্তন ফুটবলার। বেকহ্যাম সম্ভবত বুঝতে পারেননি, ট্রিমারের ক্লিপারের হেড আলগা ছিল। সে জন্যই এই বিপত্তি।

Advertisement

তত ক্ষণে তাঁর বিকৃত কেশসজ্জার ভিডিয়ো তুলে ফেলেন স্ত্রী ভিক্টোরিয়া। সেখানেই থেমে থাকেননি তিনি। স্বামীর সেই মুহূর্তের ছবি সমাজমাধ্যমে পোস্ট করে ভিক্টোরিয়া মজা করে লিখেছেন, ‘‘কী হয়েছে? কেন হয়েছে? কিভাবে হয়েছে?’’ বেকহ্যামের ছবি সমাজমাধ্যমে ভাইরাল হতে বেশি সময় লাগেনি।

ফুটবলজীবনে নানা রকম কেশসজ্জায় দেখা যেত বেকহ্যামকে। কিছু দিন অন্তর পাল্টে ফেলতেন চুলের সাজ। নতুন করে ভক্তদের আলোচনার বিষয় হয়ে উঠতেন। কেতাদুরস্ত বেকহ্যামকে এমন বিড়ম্বনায় পড়তে হয়নি কখনও।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement