ISL 2021-22

ISl 2021-22: বেঙ্গালুরুর ডার্বি জয়

পেনাল্টি থেকে বেঙ্গালুরুকে ১-০ এগিয়ে দেন ইমান বাসাফা। ৪২ মিনিটে সুনীলের পাস থেকে ২-০ করেন উদান্ত সিংহ।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৭ জানুয়ারি ২০২২ ০৪:৫৬
Share:

গোল দেওয়ার পরে উল্লাস ইমান বাফাসার। ছবি— পিটিআই।

আইএসএল

Advertisement

বেঙ্গালুরু এফসি চেন্নাইয়িন

Advertisement

চেন্নাইয়িন এফসিকে ৩-০ হারিয়ে ষষ্ঠ স্থানে উঠে এল বেঙ্গালুরু এফসি। জোড়া গোল করে দক্ষিণের ডার্বিতে নায়ক উদান্ত সিংহ।

অষ্টম আইএসএলে জয় দিয়ে যাত্রা শুরু করলেও হঠাৎ করে ছন্দ হারিয়ে ফেলে বেঙ্গালুরু। সেই ধাক্কা সামলে ধীরে ধীরে ঘুরে দাঁড়িয়েছেন সুনীল ছেত্রীরা। বুধবার মর্যাদার লড়াইয়ের আগে কিছু অস্বস্তিতে ছিলেন বেঙ্গালুরুর কোচ মার্কো পেজ়াইউলি। কারণ, গুরপ্রীত সিংহ সাঁধুকে ছাড়াই দল নামাতে হয়েছিল তাঁকে। তবে প্রথম দলের গোলরক্ষকের চোট রয়েছে নাকি তিনি করোনায় আক্রান্ত হয়েছেন, তা অবশ্য গোপনই রেখেছে বেঙ্গালুরু। ম্যাচের ১১ মিনিটে নিজেদের পেনাল্টি বক্সের মধ্যে সুনীলকে ফাউল করেন এডউইন বংশপাল। পেনাল্টি থেকে বেঙ্গালুরুকে ১-০ এগিয়ে দেন ইমান বাসাফা। ৪২ মিনিটে সুনীলের পাস থেকে ২-০ করেন উদান্ত সিংহ। দ্বিতীয়ার্ধ শুরু হওয়ার সাত মিনিটের মধ্যে ফের এগিয়ে যায় বেঙ্গালুরু। গোলদাতা সেই উদান্ত। এই জয়ের ফলে ১৩ ম্যাচে ১৭ পয়েন্ট সুনীলদের। ১৮ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে রয়েছে চেন্নাইয়িন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement