football

ISL 2021-22: ঋত্বিকদের হারিয়ে ফাইনালের পথে কেরল

পিছিয়ে পড়ে কিছু চাপে পড়ে যান জামশেদপুরের ফুটবলাররা।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১২ মার্চ ২০২২ ০৭:৫২
Share:

আইএসএল

Advertisement

জামশেদপুর ০ কেরল ব্লাস্টার্স ১

জামশেদপুর এফসির জয়রথ থামিয়ে অষ্টম আইএসএলের ফাইনালে ওঠার পথে একধাপ এগিয়ে গেল কেরল ব্লাস্টার্স। নেপথ্যে সাহাল আব্দুল সামাদের দুরন্ত গোল।

Advertisement

শুক্রবার আইএসএলের সেমিফাইনালে প্রথম পর্বের আগে চার বার মুখোমুখি হয়েছিল দুই দল। একবারও জিততে পারেনি কেরল। লিগ পর্বে সামাদরা প্রথম সাক্ষাতে ১-১ গোলে ড্র করেছিলেন। দ্বিতীয় পর্বের ম্যাচে হেরেছিলেন ০-২ গোলে। শুক্রবারের দ্বৈরথেও জামশেদপুরকে এগিয়ে রেখেছিলেন বিশেষজ্ঞরা। টানা সাতটি ম্যাচে জিতে কেরলের বিরুদ্ধে খেলতে নামা ড্যানিয়েল চিমারা শুরু থেকেই আক্রমণের ঝড় তুলেছিলেন। ১০ মিনিটেই এগিয়ে যাওয়ার সুযোগ পেয়েছিলেন তাঁরা। কিন্তু পেনাল্টি বক্সের মধ্যে থেকে অবিশ্বাস্য ভাবে বাইরে মারেন চিমা। ২০ মিনিটে ফের গোল নষ্ট করেন নাইজিরীয় তারকা। কিছুটা গতির বিরুদ্ধে ৩৮ মিনিটে গোল করে সামাদ এগিয়ে দেন কেরলকে। আলভারো ভাসকুয়েস বল ভাসিয়ে দিয়েছিলেন। হেড করে বিপন্মুক্ত করতে ব্যর্থ হন জামশেদপুরের ডিফেন্ডার রিকি লালাওমাওমা। বল ধরেই সামাদ দেখেন টি পি রেহনেশ অনেকটা এগিয়ে এসেছেন তাঁকে বাধা দেওয়ার জন্য। ঠান্ডা মাথায় কেরল স্ট্রাইকার বিপক্ষের গোলরক্ষকের মাথার উপর দিয়ে বল জালে জড়িয়ে দেন।

পিছিয়ে পড়ে কিছু চাপে পড়ে যান জামশেদপুরের ফুটবলাররা। ৫৯ মিনিটে আদ্রিয়ান লুনা গোল করতে ব্যর্থ না হলে ২-০ এগিয়ে যেতে পারত কেরল। ম্যাচ শেষ হওয়ার এক মিনিট আগে অবিশ্বাস্য ভাবে গোল নষ্ট করেন জামশেদপুরের ঈশান পণ্ডিতাও। শুক্রবার হারলেও ঋত্বিক দাসদের ফাইনালে খেলার আশা পুরোপুরি শেষ হয়ে যায়নি। ১৫ মার্চ সেমিফাইনালের দ্বিতীয় পর্বের ফলের উপরেই ভবিষ্যৎ নির্ভর
করছে জামশেদপুরের।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
আরও পড়ুন