ISL 2022-23

মুম্বইয়ের কাছে হার কেরলের

কেরলের বিরুদ্ধে ম্যাচের ২১ মিনিটেই মুম্বই এগিয়ে যায়। গোল করেন মেহতাব সিংহ। ৩১ মিনিটে ২-০ করেন হর্ঘে দিয়াজ়। এই ধাক্কা সামলে আর ঘুরে দাঁড়াতে পারেনি কেরল।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৯ অক্টোবর ২০২২ ০৮:১৮
Share:

কেরলের গোলে শট নিচ্ছেন মেহেতাব সিং। ছবি পিটিআই।

ইস্টবেঙ্গলকে হারিয়ে আইএসএলে যাত্রা শুরু করেছিল কেরল ব্লাস্টার্স। কিন্তু তার পর থেকেই দুঃসময় শুরু সাহাল আব্দুল সামাদদের। শুক্রবার হারের হ্যাটট্রিক করল কেরল। আই এম বিজয়নের রাজ্যের দলকে শুক্রবার তাদের ঘরের মাঠে ২-০ গোলে হারাল মুম্বই।

Advertisement

কেরলের বিরুদ্ধে ম্যাচের ২১ মিনিটেই মুম্বই এগিয়ে যায়। গোল করেন মেহতাব সিংহ। ৩১ মিনিটে ২-০ করেন হর্ঘে দিয়াজ়। এই ধাক্কা সামলে আর ঘুরে দাঁড়াতে পারেনি কেরল। দুরন্ত জয়ের পরে চার ম্যাচে আট পয়েন্ট অর্জন করে আইএসএল টেবলে দ্বিতীয় স্থানে উঠে এল মুম্বই। সমসংখ্যক ম্যাচ খেলে তিন পয়েন্ট নিয়ে নবম স্থানে রয়েছে কেরল। আজ, শনিবার এফসি গোয়ার বিরুদ্ধে খেলবে হায়দরাবাদ এফসি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement