লিয়োনেল মেসি। — ফাইল চিত্র।
একটি ফুটবল প্রতিযোগিতা আয়োজন করতে চলেছেন লিয়োনেল মেসি। সমাজমাধ্যমের একটি পোস্টে নিজেই সে কথা জানিয়েছেন আর্জেন্টিনার ফুটবলার। এই প্রতিযোগিতার নাম দেওয়া হয়েছে ‘মেসি কাপ’। আদতে এটি যুব প্রতিযোগিতা। অনূর্ধ্ব-১৬ দল অংশ নেবে। আটটি দলকে বেছে নেওয়া হয়েছে প্রতিযোগিতার জন্য। তারা খেলবে দক্ষিণ ফ্লোরিডার বিভিন্ন মাঠে।
মেসির প্রযোজক সংস্থা ৫২৫ রোজ়ারিয়ো এই প্রতিযোগিতা আয়োজন করছে। ৯-১৪ ডিসেম্বর চলবে এই প্রতিযোগিতা। মোট ১৮টি ম্যাচ হবে। ইন্টার মায়ামি, বার্সেলোনা, ম্যাঞ্চেস্টার সিটি, রিভারপ্লেট, ইন্টার মিলান, নিউওয়েলস ওল্ড বয়েজ়, আতলেতিকো মাদ্রিদ এবং চেলসির অনূর্ধ্ব-১৬ দলগুলি অংশ নেবে।
আটটি দলকে ভাগ করা হবে দু’টি গ্রুপে। প্রথম তিন দিন প্রতিটি গ্রুপের দলগুলি একে অপরের বিরুদ্ধে রাউন্ড রবিন ফরম্যাটে খেলবে। চতুর্থ দিন চূড়ান্ত স্থান নির্ণয় করার জন্য একটি প্লে-অফ ম্যাচ আয়োজন করা হবে। পঞ্চম দিন হবে তৃতীয় স্থান নির্ণায়ক ম্যাচ এবং ফাইনাল হবে।
মেসি লিখেছেন, “একটা খবর আপনাদের দিতে পেরে আমি উত্তেজিত। এই ডিসেম্বরে মায়ামিতে একটা বিশেষ ফুটবল প্রতিযোগিতার আয়োজন করা হবে, যেখানে গোটা বিশ্বের সেরা ক্লাবগুলো অংশ নেবে। ফুটবলের ভবিষ্যৎ কাদের হাতে রয়েছে, সেটা বোঝার একটা সুবর্ণ সুযোগ। শুধু ম্যাচ নয়, প্রতিযোগিতার দিনগুলোয় অনেক উত্তেজক অনুষ্ঠানও হবে। পরবর্তী প্রজন্মকে দেখার সুযোগ রয়েছে। এটাই হল মেসি কাপ।”
শোনা যাচ্ছে, ফুটবল তো বটেই, আরও অনেক খেলাধুলোর খ্যাতনামী খেলোয়াড়েরা হাজির থাকবেন ম্যাচের দিনগুলিতে। পাশাপাশি বিনোদন, সংস্কৃতি এবং ব্যবসার জগতের তাবড় ব্যক্তিত্বরাও হাজির থাকবেন। ফুটবলের পাশাপাশি বিনোদনেরও ব্যবস্থা থাকবে।