Lionel Messi

Lionel Messi: মাঠে নামলেও ছন্দহীন মেসি, পিএসজি-র হয়ে প্রথম গোল রামোসের

ফের মাঠে নামলেন লিয়োনেল মেসি। রবিবার রেমঁ-র বিরুদ্ধে প্যারিস সঁ জঁ-র হয়ে খেলতে দেখা গেল তাঁকে। যদিও গোল পেলেন না।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২৪ জানুয়ারি ২০২২ ১৪:৫৪
Share:

মেসি গোল পেলেন না। ছবি রয়টার্স

ফের মাঠে নামলেন লিয়োনেল মেসি। রবিবার রেমঁ-র বিরুদ্ধে প্যারিস সঁ জঁ-র হয়ে খেলতে দেখা গেল তাঁকে। যদিও আর্জেন্টিনার তারকা ফুটবলার গোল পেলেন না। তবে তাঁর দল ৪-০ ব্যবধানে জিতল। ক্লাবের হয়ে প্রথম বার গোল পেলেন সের্জিও রামোস, যিনি গত অগস্টেই রিয়াল মাদ্রিদ ছেড়ে পিএসজি-তে যোগ দিয়েছিলেন।

Advertisement

বড়দিনের সময় করোনায় আক্রান্ত হয়েছিলেন মেসি। এরপর চোটের কারণে পিএসজি-র হয়ে গত দু’টি ম্যাচে দেখা যায়নি তাঁকে। রবিবার মাঠে ফিরলেও পুরনো ছন্দে ছিলেন না। কিন্তু পিএসজি-র জিততে সমস্যা হল না। প্রথমার্ধে পিএসজি-কে এগিয়ে দিয়েছিলেন মার্কো ভেরাত্তি। দ্বিতীয়ার্ধে গোল করেন রামোস। ড্যানিলো পেরেরা দলের চতুর্থ গোল করেন। মাঝে বিপক্ষের আত্মঘাতী গোলে পিএসজি-র ব্যবধান বেড়েছিল।

রামোস গোল পাওয়ায় বেশি খুশি পিএসজি কোচ মৌরিসিয়ো পচেত্তিনো। বলেছেন, “একজন ফুটবলার যে খুব বেশি গোল করে না, তার নাম যখন স্কোরশিটে থাকে তখন ভাল লাগে।” রামোস নিজে বলেন, “পুরো ম্যাচ খেলতে পেরে খুশি। তবে আরও বেশি খুশি ক্লাবের হয়ে প্রথম গোল করতে পেরে। আশা করি আরও অনেক গোল করতে পারব।”

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement