গোলের পর উচ্ছ্বাস মেসির। ছবি: সমাজমাধ্যম।
আবার ছন্দে লিয়োনেল মেসি। মঙ্গলবার রাতে তিনি গোল করলেন এবং করালেন। সিয়াটল সাউন্ডার্সকে ৩-১ গোলে হারিয়ে দিল ইন্টার মায়ামি। লিগ কাপে দু’সপ্তাহ আগে এই সিয়াটলের কাছেই হেরেছিল তারা। সেই হারের বদলা নিলেন মেসিরা।
ম্যাচের শুরুতেই এগিয়ে যায় মায়ামি। ১২ মিনিটে মেসির পাস থেকে গোল করেন জর্ডি আলবা। ২৮ মিনিটে মেসি নিজেই গোল করতে পারতেন। বক্সের বাইরে পেয়ে তাঁর শট পোস্টে লেগে ফেরে। ৪১ মিনিটে প্রতিদান দেন আলবা। মেসিকে দিয়ে গোল করান তিনি। মায়ামি ২-০ এগিয়ে যায়। এর পর রদ্রিগো দি পলের কর্নার থেকে গোল করেন ইয়ান ফ্রে। ৬৯ মিনিটে সিয়াটলের হয়ে একটি গোল শোধ করেন ওবেদ ভার্গাস।
লুই সুয়ারেজ় তিন ম্যাচ নির্বাসিত থাকায় তাঁকে এই ম্যাচেও পাওয়া যায়নি। তবে জিততে খুব একটা অসুবিধা হয়নি মায়ামির। মেসি আরও একটি গোল করতে পারতেন। সিয়াটলের গোলকিপার তাঁর শট বাঁচিয়ে দেন।
মেসিকে গোলের পাস দেওয়া নিয়ে আলবা বলেন, “আমি সব সময় ওকে পাস দেওয়ার চেষ্টা করি। ও-ও আমাকে পাস দিতে চায়। আমরা একসঙ্গে অনেক গোলের সুযোগ তৈরি করেছি এবং গোল করেছি। আশা করি কেরিয়ারের শেষ দিন পর্যন্ত সেটাই করে যাব।”
মেসির ছোটবেলার ক্লাব নিউওয়েলস ওল্ড বয়েজ় থেকে মায়ামিতে সই করেছেন মাতেয়ো সিলভেত্তি। তাঁর অভিষেক হল মঙ্গলবার রাতেই। আগামী শনিবার ডিসি ইউনাইটেডের বিরুদ্ধে খেলবে মায়ামি।