UEFA Champions League

এক ম্যাচে জোড়া নজির! চ্যাম্পিয়ন্স লিগে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে টপকে গেলেন লিয়োনেল মেসি

মাক্কাবি হাইফার বিরুদ্ধে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে জোড়া রেকর্ড করলেন লিয়োনেল মেসি। ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে পেরিয়ে গেলেন। রোনাল্ডো চ্যাম্পিয়ন্স লিগে খেলছেন না। ফলে এ বারের মতো মেসিকে টপকে যাওয়ার কোনও সম্ভাবনা নেই।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৫ সেপ্টেম্বর ২০২২ ১৬:৫১
Share:

রোনাল্ডোকে টপকে গেলেন মেসি। ফাইল ছবি

চ্যাম্পিয়ন্স লিগে ফিরেই ঝলক দেখালেন লিয়োনেল মেসি। বুধবার রাতে মাক্কাবি হাইফার বিরুদ্ধে গোল করলেন প্যারিস সঁ জঁ-র এই ফুটবলার। সেই সঙ্গে গড়ে ফেললেন দু’টি নতুন রেকর্ড। তার মধ্যে একটিতে তিনি পেরিয়ে গেলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে।

Advertisement

বুধবার রাতে পিএসজি-র বিরুদ্ধে এগিয়ে যায় মাক্কাবিই। মেসির গোলে সমতা ফেরে। এর পর কিলিয়ান এমবাপে এবং নেমার গোল করেন। বহু দিন বাদে দলের তিন তারকা ফুটবলার গোল পেলেন একই ম্যাচে। এই নিয়ে চ্যাম্পিয়ন্স লিগে ৩৯টি প্রতিপক্ষের বিরুদ্ধে গোল করলেন মেসি। পেরিয়ে গেলেন রোনাল্ডোকে, যিনি ৩৮টি প্রতিপক্ষের বিরুদ্ধে গোল করেছেন।

পাশাপাশি, প্রথম ফুটবলার হিসাবে টানা ১৮টি চ্যাম্পিয়ন্স লিগে গোল করার কৃতিত্ব অর্জন করলেন মেসি। এ ক্ষেত্রে তাঁর পিছনে রয়েছেন করিম বেঞ্জেমা। তিনি এ বারের চ্যাম্পিয়ন্স লিগে গোল করতে পারলে মেসির রেকর্ড স্পর্শ করবেন।

Advertisement

প্রসঙ্গত, এ বার রোনাল্ডো চ্যাম্পিয়ন্স লিগে খেলছেন না। তাঁর দল ম্যাঞ্চেস্টার ইউনাইটেড খেলবে ইউরোপা লিগে। ফলে এ বারের মতো মেসিকে টপকে যাওয়ার কোনও সম্ভাবনা নেই।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন