Lionel Messi

চুক্তির মেয়াদ বৃদ্ধি করলেন মেসি, ইন্টার মায়ামিতে আরও তিন বছর খেলবেন লিয়ো

২০২৮ সাল পর্যন্ত মেসি ইন্টার মায়ামিতেই থাকবেন। ক্লাবের পক্ষ থেকে এক বিবৃতিতে এই কথা জানানো হয়েছে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৩ অক্টোবর ২০২৫ ২৩:১৩
Share:

লিয়োনেল মেসি। ছবি: রয়টার্স।

ইন্টার মায়ামির সঙ্গে চুক্তির মেয়াদ বৃদ্ধি করলেন লিয়োনেল মেসি। ক্লাবের পক্ষ থেকেই নিশ্চিত করা হয়েছে, মেসি ২০২৮ সাল পর্যন্ত মায়ামির হয়েই মেজর লিগ সকারে খেলবেন।

Advertisement

ক্লাবের পক্ষ থেকে বিবৃতিতে বলা হয়েছে, ‘‘ইন্টার মায়ামি ঘোষণা করছে যে, তারা ক্লাবের অধিনায়ক, আট বারের ব্যালন ডি’অর জয়ী এবং বিশ্বকাপ চ্যাম্পিয়ন লিয়ো মেসির সঙ্গে ২০২৮ সালের মেজর লিগ সকার পর্যন্ত চুক্তির মেয়াদ বৃদ্ধি করেছে।’’

মেসি বলেন, তিনি ক্লাবের সঙ্গে থাকতে পেরে আনন্দিত এবং ইন্টার মায়ামির নতুন স্টেডিয়াম ফ্রিডম পার্কে খেলার অপেক্ষায় রয়েছেন। তিনি বলেন, ‘‘এখানে থাকতে পেরে এবং নতুন চুক্তি করতে পেরে আমি সত্যিই আনন্দিত। আমরা সবাই এটা ভেবে উত্তেজিত যে, অবশেষে মায়ামি ফ্রিডম পার্কে খেলতে পারব। আমরা এর জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি।’’

Advertisement

২০২৩ সালে প্যারিস সঁজঁ থেকে মেসি ইন্টার মায়ামিতে আসেন। এই মরসুমে ২৯টি গোল করেছেন। মায়ামি ইস্টার্ন কনফারেন্সে তৃতীয় স্থানে শেষ করেছে এবং প্লে-অফে খেলার যোগ্যতা অর্জন করেছে।

মেসি আগেই ইঙ্গিত দিয়েছিলেন যে, ইন্টার মায়ামিতেই তিনি ফুটবল জীবন শেষ করতে পারেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement