Durand Cup Final 2025

ডায়মন্ড হারবারকে হারিয়ে টানা দু’বার ডুরান্ড জিতল নর্থইস্ট, কী কী হল ম্যাচে?

ডুরান্ড কাপে প্রথম বার খেলতে নেমেই ফাইনালে উঠে গিয়েছে ডায়মন্ড হারবার। প্রথম বারেই ট্রফি জিতে ইতিহাস গড়ার লক্ষ্যে নেমেছে তারা। বিপক্ষ নর্থইস্ট ইউনাইটেড, যারা গত বারের ট্রফি জয়ী।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৩ অগস্ট ২০২৫ ১৭:৩১
Share:

নর্থইস্ট ফুটবলারদের উচ্ছ্বাস। ছবি: সমাজমাধ্যম।

না-জানলেই নয়
শেষ আপডেট: ২৩ অগস্ট ২০২৫ ১৯:৩১ key status

শেষ বাঁশি বাজল ম্যাচে

টানা দ্বিতীয় বার ডুরান্ড কাপ জিতে নিল নর্থইস্ট ইউনাইটেড। ডায়মন্ড হারবারকে ৬--১ গোলে হারাল তারা। 

শেষ আপডেট: ২৩ অগস্ট ২০২৫ ১৯:২৮ key status

৯০ মিনিট। ষষ্ঠ গোল নর্থইস্টের

প্রতিআক্রমণে আলাদিনের শট লেগেছিল পোস্টে। তাঁকেই বক্সের মধ্যে ফেলে দেওয়া হল। পেনাল্টি থেকে ষষ্ঠ গোলটাও করলেন মরক্কোর স্ট্রাইকার। 

Advertisement
শেষ আপডেট: ২৩ অগস্ট ২০২৫ ১৯:২১ key status

৮৪ মিনিট। নর্থইস্টের পঞ্চম গোল

গোল করলেন গাইতান। ঠিক যেন তৃতীয় গোলের মতোই। বাঁ দিক থেকে আলাদিনের পাস ছিল ডান দিকে। পিছন থেকে দৌড়ে এসে কোনও মতে পা ছুঁইয়ে গোল করলেন গাইতান।

শেষ আপডেট: ২৩ অগস্ট ২০২৫ ১৯:১৯ key status

৮১ মিনিট। চতুর্থ গোল নর্থইস্টের

নর্থইস্টের নতুন ফুটবলার জাইরো বুস্তারা প্রথম গোল করলেন। বক্সের মধ্যে চাপে পড়েও গোল করলেন তিনি। মিরশাদ স্রেফ দর্শকের ভূমিকায় থাকলেন। পোস্টে লেগে ঢুকে গেল বল।

Advertising
Advertising
শেষ আপডেট: ২৩ অগস্ট ২০২৫ ১৯:০৪ key status

৬৮ মিনিট। এক গোল ডায়মন্ড হারবারের

কর্নার থেকে হেড করেছিলেন। জটলার মধ্যে মায়চেনের মুখে লেগে বল জালে জড়িয়ে গেল।

শেষ আপডেট: ২৩ অগস্ট ২০২৫ ১৯:০১ key status

৬৫ মিনিট। ঝিমিয়ে পড়ছে ডায়মন্ড হারবার

ডায়মন্ড হারবারের শরীরীভাষাই বলে দিচ্ছে এই ম্যাচ থেকে তারা হারিয়ে গিয়েছে। অন্তত একটা গোল দেওয়ার চেষ্টা করছে তারা। কিন্তু দলের মধ্যে সেই ঝাঁজ দেখা যাচ্ছে না।

শেষ আপডেট: ২৩ অগস্ট ২০২৫ ১৮:৫৬ key status

৬০ মিনিট। আবার আক্রমণ নর্থইস্টের

বাঁ দিকে ভাল বল পেয়েছিলেন আলাদিন। একাই উঠে গিয়েছিলেন। তাঁর বাঁ পায়ের শট পোস্টের বাইরে দিয়ে বেরিয়ে গেল। আর একটু সময় নিলে চতুর্থ গোল পেয়ে যেত নর্থইস্ট।

শেষ আপডেট: ২৩ অগস্ট ২০২৫ ১৮:৪৫ key status

৫০ মিনিট। তৃতীয় গোল নর্থইস্টের

বাঁ দিক থেকে আলাদিন একাই বল নিয়ে ঢুকলেন। বক্সে ঢুকে নিচু পাস বাড়ালেন। পিছন থেকে দৌড়ে এসে গোল করলেন থোই সিংহ। প্রতিআক্রমণে গোল করল নর্থইস্ট। ট্রফির থেকে আরও দূরে সরছে ডায়মন্ড হারবার।

শেষ আপডেট: ২৩ অগস্ট ২০২৫ ১৮:২৩ key status

নর্থইস্টের দ্বিতীয় গোল

বাঁ দিক থেকে বল নিয়ে গিয়ে নিখুঁত শটে গোল করলেন পার্থিব গগৈ। ঠান্ডা মাথায় বল দ্বিতীয় পোস্টে রেখে ব্যবধান বাড়ালেন নর্থইস্টের।

শেষ আপডেট: ২৩ অগস্ট ২০২৫ ১৮:১৬ key status

সুযোগ কাজে লাগাতে পারেনি ডায়মন্ড হারবারও

গোল খাওয়ার আগে একের পর এক সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেনি ডায়মন্ড হারবার। তারাও দুটো সুযোগ নষ্ট করেছে।

শেষ আপডেট: ২৩ অগস্ট ২০২৫ ১৮:১৪ key status

সুযোগ নষ্ট নর্থইস্টের

গোল করে একের পর এক সুযোগ নষ্ট করছে নর্থইস্ট। অন্তত দুটো সুযোগ চলে এসেছিল তাদের কাছে। দুটোই নষ্ট করেছে তারা। বেশ চাপে রয়েছে ডায়মন্ড হারবার।

শেষ আপডেট: ২৩ অগস্ট ২০২৫ ১৮:০৭ key status

গোল খেল ডায়মন্ড হারবার

রক্ষণের ভুলে গোল খেল ডায়মন্ড হারবার। কর্নার ক্লিয়ার করতে পারেনি তাদের রক্ষণ। সেখান থেকে বল পেয়ে শট মারেন নর্থইস্টের ফুটবলার। মিরশাদ বাঁচালেও ফিরতি বলে গোল করলেন আশির।

শেষ আপডেট: ২৩ অগস্ট ২০২৫ ১৭:৫৩ key status

ডায়মন্ড হারবারের আক্রমণ

শুরুতে কিছুটা গুটিয়ে থাকলেও ধীরে ধীরে খোলস ছেড়ে বেরোচ্ছে ডায়মন্ড হারবার। নর্থইস্টের বক্সে বার কয়েক আক্রমণ করেছে তারা।

শেষ আপডেট: ২৩ অগস্ট ২০২৫ ১৭:৪০ key status

আলাদিনের শট বাঁচালেন মিরশাদ

দূরপাল্লার শট নিয়েছিলেন আলাদিন। তা বাঁচালেন মিরশাদ। ফিরতি বলে হেড করেছিলেন পার্থিব। সেটাও বাঁচালেন তিনি। আক্রমণে নর্থইস্ট।

শেষ আপডেট: ২৩ অগস্ট ২০২৫ ১৭:৩৬ key status

শুরু হল খেলা

প্রথম থেকেই বিপক্ষকে চাপে রাখার চেষ্টা করছে ডায়মন্ড হারবার।

শেষ আপডেট: ২৩ অগস্ট ২০২৫ ১৭:৩১ key status

নর্থইস্টের প্রথম একাদশ

গুরমিত (গোলকিপার), জ়াবাকো (অধিনায়ক), নুনেজ়‌, পার্থিব, আশির, মায়া, আলাদিন, অ্যান্ডি, থোই, রিডিম এবং সামতে।

শেষ আপডেট: ২৩ অগস্ট ২০২৫ ১৭:৩০ key status

ডায়মন্ড হারবারের প্রথম একাদশ

মিরশাদ (গোলকিপার), জবি (অধিনায়ক), কোর্তাজ়ার, লিয়ানসাঙ্গা, পল, রবি, রুয়াতকিমা, অজিত, স্যামুয়েল, গিরিক এবং মায়চেন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
আরও পড়ুন
Advertisement