নর্থইস্ট ফুটবলারদের উচ্ছ্বাস। ছবি: সমাজমাধ্যম।
টানা দ্বিতীয় বার ডুরান্ড কাপ জিতে নিল নর্থইস্ট ইউনাইটেড। ডায়মন্ড হারবারকে ৬--১ গোলে হারাল তারা।
প্রতিআক্রমণে আলাদিনের শট লেগেছিল পোস্টে। তাঁকেই বক্সের মধ্যে ফেলে দেওয়া হল। পেনাল্টি থেকে ষষ্ঠ গোলটাও করলেন মরক্কোর স্ট্রাইকার।
গোল করলেন গাইতান। ঠিক যেন তৃতীয় গোলের মতোই। বাঁ দিক থেকে আলাদিনের পাস ছিল ডান দিকে। পিছন থেকে দৌড়ে এসে কোনও মতে পা ছুঁইয়ে গোল করলেন গাইতান।
নর্থইস্টের নতুন ফুটবলার জাইরো বুস্তারা প্রথম গোল করলেন। বক্সের মধ্যে চাপে পড়েও গোল করলেন তিনি। মিরশাদ স্রেফ দর্শকের ভূমিকায় থাকলেন। পোস্টে লেগে ঢুকে গেল বল।
কর্নার থেকে হেড করেছিলেন। জটলার মধ্যে মায়চেনের মুখে লেগে বল জালে জড়িয়ে গেল।
ডায়মন্ড হারবারের শরীরীভাষাই বলে দিচ্ছে এই ম্যাচ থেকে তারা হারিয়ে গিয়েছে। অন্তত একটা গোল দেওয়ার চেষ্টা করছে তারা। কিন্তু দলের মধ্যে সেই ঝাঁজ দেখা যাচ্ছে না।
বাঁ দিকে ভাল বল পেয়েছিলেন আলাদিন। একাই উঠে গিয়েছিলেন। তাঁর বাঁ পায়ের শট পোস্টের বাইরে দিয়ে বেরিয়ে গেল। আর একটু সময় নিলে চতুর্থ গোল পেয়ে যেত নর্থইস্ট।
বাঁ দিক থেকে আলাদিন একাই বল নিয়ে ঢুকলেন। বক্সে ঢুকে নিচু পাস বাড়ালেন। পিছন থেকে দৌড়ে এসে গোল করলেন থোই সিংহ। প্রতিআক্রমণে গোল করল নর্থইস্ট। ট্রফির থেকে আরও দূরে সরছে ডায়মন্ড হারবার।
বাঁ দিক থেকে বল নিয়ে গিয়ে নিখুঁত শটে গোল করলেন পার্থিব গগৈ। ঠান্ডা মাথায় বল দ্বিতীয় পোস্টে রেখে ব্যবধান বাড়ালেন নর্থইস্টের।
গোল খাওয়ার আগে একের পর এক সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেনি ডায়মন্ড হারবার। তারাও দুটো সুযোগ নষ্ট করেছে।
গোল করে একের পর এক সুযোগ নষ্ট করছে নর্থইস্ট। অন্তত দুটো সুযোগ চলে এসেছিল তাদের কাছে। দুটোই নষ্ট করেছে তারা। বেশ চাপে রয়েছে ডায়মন্ড হারবার।
রক্ষণের ভুলে গোল খেল ডায়মন্ড হারবার। কর্নার ক্লিয়ার করতে পারেনি তাদের রক্ষণ। সেখান থেকে বল পেয়ে শট মারেন নর্থইস্টের ফুটবলার। মিরশাদ বাঁচালেও ফিরতি বলে গোল করলেন আশির।
শুরুতে কিছুটা গুটিয়ে থাকলেও ধীরে ধীরে খোলস ছেড়ে বেরোচ্ছে ডায়মন্ড হারবার। নর্থইস্টের বক্সে বার কয়েক আক্রমণ করেছে তারা।
দূরপাল্লার শট নিয়েছিলেন আলাদিন। তা বাঁচালেন মিরশাদ। ফিরতি বলে হেড করেছিলেন পার্থিব। সেটাও বাঁচালেন তিনি। আক্রমণে নর্থইস্ট।
প্রথম থেকেই বিপক্ষকে চাপে রাখার চেষ্টা করছে ডায়মন্ড হারবার।
গুরমিত (গোলকিপার), জ়াবাকো (অধিনায়ক), নুনেজ়, পার্থিব, আশির, মায়া, আলাদিন, অ্যান্ডি, থোই, রিডিম এবং সামতে।