East Bengal vs Mohun Bagan

গোলশূন্য কলকাতা ডার্বি, সেমিফাইনালে ইস্টবেঙ্গল, কেমন হল ম্যাচ?

আইএফএ শিল্ড ফাইনালের ১৩ দিন পর আবার একটি কলকাতা ডার্বি। এ বার সুপার কাপে? মোহনবাগানের কাছে শিল্ড ফাইনালে হারের বদলা নিতে পারবে ইস্টবেঙ্গল?

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ৩১ অক্টোবর ২০২৫ ১৯:৩০
Share:

কলকাতা ডার্বির একটি মুহূর্ত। ছবি: সংগৃহীত।

না-জানলেই নয়
শেষ আপডেট: ৩১ অক্টোবর ২০২৫ ২১:২৬ key status

ম্যাচের শেষ উত্তপ্ত পরিবেশ

দুই দলের ফুটবলারেরাই মাথা গরম করলেন। হালকা ধাক্কাধাক্কি হল ফুটবলারদের মধ্যে। তবে খুব বেশি এগোলো না ঝামেলা।

শেষ আপডেট: ৩১ অক্টোবর ২০২৫ ২১:২৪ key status

খেলা শেষ, ড্র করে সেমিফাইনালে ইস্টবেঙ্গল

গোল হল না। ড্র করায় সুপার কাপের সেমিফাইনালে চলে গেল ইস্টবেঙ্গল।

Advertisement
শেষ আপডেট: ৩১ অক্টোবর ২০২৫ ২১:১৯ key status

৯০ মিনিট

আবার খারাপ খেলছে দুই দল। গোলের সামনে গিয়েও কেউই কাজে লাগাতে পারছে না সুযোগ। পাঁচ মিনিট সংযুক্তি সময় দেওয়া হল।

শেষ আপডেট: ৩১ অক্টোবর ২০২৫ ২১:০৬ key status

৭৮ মিনিট। রবসনের শট বাইরে

তিন বদল করলেন মোলিনা। রবসন, পেত্রাতোস এবং টাংরিকে নামালেন। শুরুতেই রবসন গোলের সামনে চলে এসেছিলেন। সেই আক্রমণ কোনও মতে সামলাল ইস্টবেঙ্গল।

Advertising
Advertising
শেষ আপডেট: ৩১ অক্টোবর ২০২৫ ২০:৫৭ key status

৬৯ মিনিট

লিস্টনের শট আটকে ছিলেন আনোয়ার। তবে বক্সের সামনে ফ্রিকিক পেয়েছিল মোহনবাগান। লিস্টনের ফ্রিকিক লাগল ওয়ালে। ফিরতি বলও কাজে লাগাতে পারল না মোহনবাগান।

শেষ আপডেট: ৩১ অক্টোবর ২০২৫ ২০:৪৯ key status

৬১ মিনিট। ইস্টবেঙ্গলের জোড়া সুযোগ

বক্সের ভেতরে বল পেয়েছিলেন হামিদ। সামনে একা বিশাল ছিলেন। তবু সরাসরি তাঁর হাতেই মারলেন হামিদ। বিশাল চাপড় দিয়ে তা গোলের বাইরে বার করে দিলেন। পরের মিনিটেই জয়ের হেড বাঁচালেন বিশাল।

শেষ আপডেট: ৩১ অক্টোবর ২০২৫ ২০:৪৭ key status

৫৯ মিনিট

মোহনবাগান আক্রমণ করছে ঠিকই। তবে চেষ্টা করছে লম্বা বলে খেলার। সেই বল ধরার জন্য সামনে কোনও ফুটবলার নেই। একা ম্যাকলারেন সামলাতে পারছেন না। কেন মোলিনা এখনও রবসন, কামিংসদের বসিয়ে রেখেছেন তা অজানা।

শেষ আপডেট: ৩১ অক্টোবর ২০২৫ ২০:৩৯ key status

৫০ মিনিট

সেমিফাইনালে যেতে গেলে জিততেই হবে। তাই দ্বিতীয়ার্ধের শুরু থেকেই আগ্রাসী ফুটবল খেলছে মোহনবাগান। ইস্টবেঙ্গল ব্যস্ত রক্ষণেই।

শেষ আপডেট: ৩১ অক্টোবর ২০২৫ ২০:১৯ key status

প্রথমার্ধ শেষ

ইস্টবেঙ্গলের দাপট। তবে গোল করতে পারল না কোনও দলই।

শেষ আপডেট: ৩১ অক্টোবর ২০২৫ ২০:১৫ key status

৪২ মিনিট। মিগুয়েলের শট

বাঁ দিক থেকে কঠিন কোণ থেকে শট নিয়েছিলেন মিগুয়েল। বল বাঁচালেন বিশাল। শট গোলে ছিল। বল বেশির ভাগ সময়েই ইস্টবেঙ্গলের ফুটবলারদের পায়ে।

শেষ আপডেট: ৩১ অক্টোবর ২০২৫ ২০:১১ key status

৪০ মিনিট। আপুইয়ার শট

খেলার বিপরীতে আক্রমণে গিয়েছিল মোহনবাগান। শুভাশিসের পাস পেয়ে বক্সের বাইরে থাকা আপুইয়ার শট ধরে নিলেন প্রভসুখন।

শেষ আপডেট: ৩১ অক্টোবর ২০২৫ ২০:০৭ key status

৩৪ মিনিট

হেড করতে গিয়ে হামিদ এবং আলবের্তোর সংঘর্ষ। মাঠেই চিকিৎসকেরা এসে শুশ্রূষা করলেন। রেফারির সঙ্গে তর্ক করতে গিয়ে অহেতুক হলুদ কার্ড দেখলেন মহেশ। আগেই হলুদ কার্ড দেখেছেন মিগুয়েল এবং শুভাশিস।

শেষ আপডেট: ৩১ অক্টোবর ২০২৫ ১৯:৫৯ key status

২৮ মিনিট

ডান দিক থেকে ক্রস ভাসিয়েছিলেন ক্রেসপো। বাঁ পায়ে শট নিয়েছিলেন মহেশ। তা গোলের বাইরে দিয়ে বেরিয়ে গেল।

শেষ আপডেট: ৩১ অক্টোবর ২০২৫ ১৯:৫৬ key status

২৪ মিনিট। বিপিনের হেড পোস্টে

ডান দিকে বাঁ পায়ে বক্সে বল ভাসিয়েছিলেন মিগুয়েল। উড়ন্ত বলে হেড করেন বিপিন। সেই বল লাগল পোস্টে। গোলে থাকলে বিশালের কিছু করার ছিল না।

শেষ আপডেট: ৩১ অক্টোবর ২০২৫ ১৯:৪৯ key status

১৫ মিনিট

যা আক্রমণ করার ইস্টবেঙ্গলই করছে। মোহনবাগান চেষ্টা করছে ম্যাচে জাঁকিয়ে বসার। তারা ঘর গুছিয়ে আক্রমণ করার চেষ্টা করছে।

শেষ আপডেট: ৩১ অক্টোবর ২০২৫ ১৯:৪৪ key status

১০ মিনিট

বল পেয়েছিলেন রশিদ। পাস দিয়েছিলেন হামিদকে। তিনি কোনও সতীর্থকে খুঁজে না পেয়ে নিজেই শট নিয়েছিলেন। তা ধরে নিলেন বিশাল।

শেষ আপডেট: ৩১ অক্টোবর ২০২৫ ১৯:৩৭ key status

৬ মিনিট

ডান দিক থেকে বল নিয়ে বক্সে ঢোকার চেষ্টা করেছিলেন মহেশ। লিস্টন তাঁকে আটকান। ইস্টবেঙ্গল ফ্রিকিক চাইলেও রেফারি গোলকিক দিলেন।

শেষ আপডেট: ৩১ অক্টোবর ২০২৫ ১৯:৩২ key status

ম্যাচ শুরু হল

শুরুতে ইস্টবেঙ্গলের আক্রমণ। অনিরুদ্ধের থেকে বল কেড়ে রাকিপ পাস দেন মিগুয়েলকে। বাঁ পায়ে শট নিয়েছিলেন মিগুয়েল। তা প্রতিহত হল।

শেষ আপডেট: ৩১ অক্টোবর ২০২৫ ১৯:৩০ key status

রবসনকে জড়িয়ে ধরলেন অস্কার

বাংলাদেশের বসুন্ধরা কিংসে রবসনকে কোচিং করিয়েছিলেন অস্কার। এখন দু’জনে প্রতিপক্ষ। ম্যাচ শুরুর আগে পুরনো ছাত্রকে দেখে জড়িয়ে ধরলেন অস্কার।

শেষ আপডেট: ৩১ অক্টোবর ২০২৫ ১৯:২৭ key status

ইস্টবেঙ্গলের প্রথম একাদশ

প্রভসুখন গিল, মহম্মদ রাকিপ, আনোয়ার আলি, কেভিন সিবিলে, জয় গুপ্ত, সাউল ক্রেসপো, মহম্মদ রশিদ, নাওরেম মহেশ, বিপিন সিংহ, মিগুয়েল ফিগুয়েরা এবং হামিদ আহদাদ।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
আরও পড়ুন
Advertisement