Manchester United- Arsenal

দুরন্ত গোল কুনহার, আর্সেনালকে হারাল ম্যান ইউ

২-২ হওয়ার পরে অনেকেই ভেবেছিলেন ইউনাইটেড হয়তো তিন পয়েন্ট হাতছাড়া করল। কিন্তু ক্যারিকের প্রশিক্ষণে শেষ পর্যন্ত লড়াই করছে ইউনাইটেড। ৮৭ মিনিটে বক্সের বাইরে থেকে বাঁক খাওয়ানো শটে বল জালে জড়িয়ে দেন ম্যাথেউস কুনহা।

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২৬ জানুয়ারি ২০২৬ ০৬:৩১
Share:

উৎসব: গোলের পরে গ্যালারির সামনে কুনহা। ছবি: রয়টার্স।

মাইকেল ক্যারিকের প্রশিক্ষণে এ যেন এক অন্য ম্যাঞ্চেস্টার ইউনাইটেডকে দেখছে ফুটবলবিশ্ব। ইংলিশ প্রিমিয়ার লিগে শেষ ম্যাচে ম্যাঞ্চেস্টার সিটিকে হারানোর পরে রবিবার পরীক্ষা ছিল আর্সেনালের বিরুদ্ধে তাদেরই ঘরের মাঠে। ইপিএলের শীর্ষে থাকা দলের বিরুদ্ধে ৩-২ জিতল ম্যান ইউ।

প্রথমার্ধে ২৯ মিনিটে লিসান্দ্রো মার্তিনেসের ভুলে আত্মঘাতী গোলে এগিয়ে যায় আর্সেনাল। তারা এগিয়ে যাওয়ার ৮ মিনিটের মাথায় জ়ুবিমেন্দির ভুলের ফায়দা তোলেন ব্রায়ান এমবুয়েমো।

প্রথমার্ধ শেষ হয় ১-১ ফলে। দ্বিতীয়ার্ধ থেকে আক্রমণ বাড়ায় ম্যান ইউ। ৫০ মিনিটে বক্সের বাইরে থেকে প্যাট্রিক দোরগুর গোলার মতো শটের নাগাল পাননি বিপক্ষ গোলকিপার দাভিদ রায়া। ডান প্রান্তে ঝাঁপ দিলেও তাঁর হাতের পাশ দিয়ে বল জালে জড়িয়ে যায়। আর্সেনাল তবুও হাল ছাড়ছিল না। ৮৪ মিনিটে কর্নার থেকে পা ছুুঁইয়ে ২-২ করেন মিকেল মেরিনো।

২-২ হওয়ার পরে অনেকেই ভেবেছিলেন ইউনাইটেড হয়তো তিন পয়েন্ট হাতছাড়া করল। কিন্তু ক্যারিকের প্রশিক্ষণে শেষ পর্যন্ত লড়াই করছে ইউনাইটেড। ৮৭ মিনিটে বক্সের বাইরে থেকে বাঁক খাওয়ানো শটে বল জালে জড়িয়ে দেন ম্যাথেউস কুনহা। বাঁ-প্রান্তে রায়া ঝাঁপ দিয়েও বলের নাগাল পাননি।

অন্য দিকে ক্রিস্টাল প্যালেসের ঘরের মাঠে তাদের বিরুদ্ধে ৩-১ জিতে ছন্দে ফিরল চেলসি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন

এটি একটি প্রিমিয়াম খবর…

  • প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর

  • সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ

  • সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে

সাবস্ক্রাইব করুন