ISL 2024-25

শিল্ড জয়ের গন্ধ পেতে শুরু করেছে মোহনবাগান, ‘কঠিন ম‍্যাচ’ জিতে বললেন কোচ মোলিনা

বেঙ্গালুরুর বিরুদ্ধে লড়াইটা যে এ রকমই কঠিন হবে, তা জানতেন মোহনবাগান কোচ হোসে মোলিনা। তবে সেই লড়াই জিতে লিগ জয়ের গন্ধ পেতে শুরু করে দিয়েছেন তিনি।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ২৮ জানুয়ারি ২০২৫ ১০:৩২
Share:

হোসে মোলিনা। —ফাইল চিত্র।

গোলের দখল বেশি বেঙ্গালুরু এফসি-র। গোলে শট বেশি করেছে তারা। কিন্তু ম্যাচ জিতে তিন পয়েন্ট পেয়েছে মোহনবাগান সুপার জায়ান্ট। বেঙ্গালুরুর বিরুদ্ধে লড়াইটা যে এ রকমই কঠিন হবে, তা জানতেন মোহনবাগান কোচ হোসে মোলিনা। তবে সেই লড়াই জিতে লিগ জয়ের গন্ধ পেতে শুরু করে দিয়েছেন তিনি।

Advertisement

সোমবার যুবভারতীতে সুনীল ছেত্রীদের বিরুদ্ধে ১-০ গোলে জিতে খুশি মোলিনা। তিনি বলেন, “এ রকমই কঠিন ম্যাচের প্রত্যাশা ছিল। আমরা আক্রমণাত্মক খেলায় জোর দিই। তবে প্রথমার্ধে তা-ও যথেষ্ট ছিল না। বেশির ভাগ সময় বলের দখল ওদের কাছেই ছিল। ওরা ভাল গোলের সুযোগ তৈরি করেছিল। তবে আমরাও কিছু ভাল আক্রমণ করেছি।”

সোমবার আইএসএলে লড়াই ছিল এক বনাম তিনের। সেই ম্যাচে একটি মাত্র গোল হলেও ৯০ মিনিটের লড়াই ছিল উত্তেজনায় ভরা। ৭৪ মিনিটে লিস্টন কোলাসোর করা একমাত্র গোলে ম্যাচ জিতে নেয় গত বারের শিল্ডজয়ীরা। লিগে ১২ নম্বর জয়ের পর মোলিনা বলেন, “আমাদের এখনও কিছু ম্যাচ বাকি। এখনও অনেক পরিশ্রম বাকি। আমাদের লড়াই করতে হবে। কিছু ম্যাচ জিততেই হবে। বেঙ্গালুরুকে হারিয়ে আমরা শিল্ড জয়ের আরও কাছাকাছি পৌঁছে গেলাম। কিন্তু কাজ শেষ হয়নি।”

Advertisement

বেঙ্গালুরুর বিরুদ্ধে তাদের মাঠে ০-৩ গোলে হেরেছিল মোহনবাগান। সোমবার সেই হারের বদলা নিয়ে ঘরের মাঠে ১-০ গোলে জয়। তবে ঘরের মাঠ ও বাইরের মাঠে ম্যাচের মধ্যে খুব একটা তফাত নেই বলেই জানালেন মোলিনা। তিনি বলেন, “ঘরের মাঠে আমাদের সমর্থকদের সামনে খেলা মানে এক জন অতিরিক্ত খেলোয়াড় পাওয়া। তারা আমাদের উজ্জীবিত করে। তবে আমরা একটা দল হিসাবে পুরোপুরি সঙ্ঘবদ্ধ। অন্য স্টেডিয়ামেও আমাদের সমর্থকেরা থাকেন, যদিও তা ঘরের মাঠের মতো এত নয়। শুধু একটা অ্যাওয়ে ম্যাচে আমরা খারাপ খেলেছি। সেটা বেঙ্গালুরুর বিরুদ্ধে। তবে ওরা সে দিন জেতার মতোই খেলেছিল।”

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement