Bloodshed at ISL Match

রক্তাক্ত ফুটবল, জামশেদপুরে আক্রান্ত মোহনবাগান সমর্থকেরা, পুলিশের বিরুদ্ধে লাঠিচার্জের অভিযোগ

আইএসএলের সেমিফাইনাল দেখতে গিয়ে আক্রান্ত মোহনবাগান সমর্থকেরা। অভিযোগ, জামশেদপুরের সমর্থকেরা চড়াও হয় সবুজ-মেরুন সমর্থকদের উপর। পুলিশও লাঠিচার্জ করে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৪ এপ্রিল ২০২৫ ০০:৫২
Share:

আহত সবুজ মেরুন সমর্থক। নিজস্ব চিত্র।

জামশেদপুরে আইএসএলের সেমিফাইনাল ম‍্যাচ দেখতে গিয়ে আক্রান্ত মোহনবাগান সমর্থকেরা। অভিযোগ, জামশেদপুর এফসির সমর্থকেরা চড়াও হয় সবুজ-মেরুন সমর্থকদের উপর। পুলিশও লাঠিচার্জ করে। বেশ কয়েক জন মোহন সমর্থক আহত হন।

Advertisement

বৃহস্পতিবার আইএসএলের প্রথম পর্বের সেমিফাইনালে মোহনবাগান মুখোমুখি হয়েছিল জামশেদপুরের। শেষ মুহূর্তের গোলে জামশেদপুর ২-১ গোলে জেতে।

এক্সে (আগের টুইটার) একাধিক পোস্ট থেকে দেখা যাচ্ছে ম‍্যাচ চলাকালীন দুই দলের সমর্থকদের মধ‍্যে ঝামেলা হয়। পুলিশ চলে আসে। তারা গ‍্যালারির ওই অংশ থেকে সবুজ-মেরুন সমর্থকদের বার করে দেন। অভিযোগ তখন পুলিশ লাঠি চালায়। তাতেই বেশ কয়েক জন সমর্থক রক্তাক্ত হন। কী কারণে সমর্থকদের মধ্যে ঝামেলা, হাতাহাতি হল তার কারণ জানা যায়নি।

Advertisement

মোহনবাগান সুপার জায়ান্টের পক্ষ থেকে এই ঘটনার নিন্দা করা হয়। তারা এক বিবৃতিতে জানিয়েছে, “আমরা এই ঘটনার তীব্র নিন্দা করছি। আমাদের মনে রাখা উচিত, সমর্থকদের ছাড়া ফুটবল হয় না।”

বৃহস্পতিবার সেমিফাইনালের প্রথম পর্বে শেষ মুহূর্তে গোল খেয়ে হারতে হয়েছে আইএসএলের লিগ-শিল্ডজয়ী মোহনবাগানকে। জেসন কামিংসের দুরন্ত ফ্রিকিকও হার বাঁচাতে পারেনি। যে ফুটবল গোটা আইএসএলে তারা খেলেছে, এ দিন জামশেদপুরে সেই চেনা মোহনবাগানকে পাওয়া যায়নি। সবুজ-মেরুনের হারে ‘অবদান’ থাকল বাংলার ছেলে ঋত্বিক দাসের, যিনি দ্বিতীয়ার্ধে পরিবর্ত হিসাবে নেমে জ়াভিকে দিয়ে গোল করান। আগামী সোমবার দ্বিতীয় পর্বের সেমিফাইনাল ম্যাচ যুবভারতীতে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement