Neymar

‘তোমার গালে থাপ্পড় মারা উচিত!’ ছ’গোলে হারের পর নেমারকে বললেন স্যান্টোসের এক সমর্থক

পেশাদার ফুটবল খেলতে ব্রাজিলে ফিরে গিয়েও দুর্দশা কাটছে না নেমারের। কিছু দিন আগেই তাঁর দল স্যান্টোস ছ’গোল হজম করেছিল ভাস্কো ডা গামার কাছে। এ বার স্যান্টোসের অনুশীলনে এক সমর্থক নেমারকে থাপ্পড় মারতে চাইলেন।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২০ অগস্ট ২০২৫ ১৪:৪৭
Share:

নেমারের কান্নার মুহূর্ত। ছবি: সমাজমাধ্যম।

পেশাদার ফুটবল খেলতে ব্রাজিলে ফিরে গিয়েও দুর্দশা কাটছে না নেমারের। কিছু দিন আগেই তাঁর দল স্যান্টোস ছ’গোল হজম করেছিল ভাস্কো ডা গামার কাছে। এ বার স্যান্টোসের অনুশীলনে এক সমর্থক নেমারকে থাপ্পড় মারতে চাইলেন। সব মিলিয়ে, সময়টা একেবারেই ভাল যাচ্ছে না ব্রাজিলের তারকার।

Advertisement

ঘরের মাঠে স্যান্টোসের ছ’গোল খাওয়া একেবারেই মেনে নিতে পারেননি সমর্থকেরা। সোমবার স্যান্টোসের অনুশীলন ছিল না। মঙ্গলবারই একদল সমর্থক হাজির হন অনুশীলনের মাঠে। দাবি করেন, ফুটবলারদের সঙ্গে কথা বলতে দিতে হবে। সেই দাবি মেনেও নেওয়া হয়।

নেমারের কাছে এক সমর্থক জানতে চান, কেন দলের এই অবস্থা? কেন ভাল ফুটবলারদের সই করানো হচ্ছে না? দলের প্রতি ফুটবলারদের দায়বদ্ধতার অভাব কেন? তখনই এক সমর্থক বলেন, “আজ অনুশীলন ঢুকে আমরা যা করলাম তা তো কিছুই নয়! তোমার গালে একটা সপাটে থাপ্পড় মারা উচিত।”

Advertisement

নেমার অবশ্য মেজাজ হারাননি। তিনি শান্ত মাথায় সমর্থকদের সঙ্গে কথা বলেছেন। ছিলেন স্যান্টোসের বাকি ফুটবলার এবং সাপোর্ট স্টাফেরাও। তবে সমর্থকদের বিক্ষোভের কথা ভেবে স্যান্টোসের অনুশীলনে পুলিশের সংখ্যা বাড়ানো হবে বলে জানা গিয়েছে।

দুর্দিনে নেমার পাশে পেয়েছেন তাঁর ছেলেকে। ডেভিড লুক্কা বাবার উদ্দেশে লিখেছে, “তোমার দিনটা খুব একটা ভাল যায়নি। তোমাকে জানাতে চাই, এ ধরনের কঠিন পরিস্থিতিতে আমি সব সময় তোমার পাশে থাকব। তুমি বাবার থেকেও বড়, আমার কাছে একজন আদর্শ এবং অনুপ্রেরণা। তুমি কাঁদলেও আমি জানাতে চাই, তোমায় ভালবাসি। সব সময় এটা মনে রাখবে।” নেমার নিজে এই বার্তা পোস্ট করেছেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement