Kalyan Chaubey

ভারতীয় ফুটবলের দুরবস্থার জন্য কোনও ভাবেই দায়ী নয় ফেডারেশন! সভাপতি কল্যাণের মন্তব্যে চর্চা

ভারতীয় ফুটবলের অবস্থা এই মুহূর্তে মোটেও ভাল নয়। অনিশ্চিত আইএসএল। একের পর এক ক্লাব কাজকর্ম বন্ধ করে দিচ্ছে। তবে ভারতীয় ফুটবল ফেডারেশনের সভাপতি কল্যাণ চৌবে দাবি করেছেন, এই পরিস্থিতির জন্য তাঁরা কোনও ভাবেই দায়ী নন।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১০ অগস্ট ২০২৫ ২১:৫৫
Share:

কল্যাণ চৌবে। — ফাইল চিত্র।

ভারতীয় ফুটবলের অবস্থা এই মুহূর্তে মোটেও ভাল নয়। আয়োজক সংস্থার সঙ্গে চুক্তি জট এবং সুপ্রিম কোর্টে মামলার জেরে অনিশ্চিত আইএসএল। একের পর এক ক্লাব কাজকর্ম বন্ধ করে দিচ্ছে। তবে ভারতীয় ফুটবল ফেডারেশনের সভাপতি কল্যাণ চৌবে দাবি করেছেন, এই পরিস্থিতির জন্য তাঁরা কোনও ভাবেই দায়ী নন। মেনে নিয়েছেন, ভারতের ফুটবল সংকটের মধ্য দিয়ে যাচ্ছে।

Advertisement

১১ জুলাই বিবৃতি দিয়ে আইএসএল স্থগিত রেখেছে আয়োজক ফুটবল স্পোর্টস ডেভেলপমেন্ট লিমিটেড (এফএসডিএল)। তিনটে ক্লাব ইতিমধ্যেই কাজকর্ম এবং বেতন বন্ধ করেছে। তবে সংবাদ সংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে কল্যাণ সাফ বলেছেন, “আমরা সংকটের মধ্য দিয়ে যাচ্ছি ঠিকই। কিন্তু ফেডারেশনের কোনও ভাবেই দায়ী নয়। নিজস্ব স্বার্থের খোঁজে থাকা কিছু স্বঘোষিত সংস্কারকের জন্য আজ এই অবস্থা। আশা করি সকলে একসঙ্গে এই অবস্থা কাটিয়ে উঠব।”

নিজের বক্তব্যে কল্যাণ ঠিক কাদের নিশানা করেছেন তা স্পষ্ট নয়। তবে ফুটবলমহলের অনেকেই বলেছেন, ফেডারেশন আগে থেকে চুক্তি সক্রিয় হলে এই পরিস্থিতি আসত না। কল্যাণের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠেছে। তিনি আইএসএল চালাতে কতটা আগ্রহী তা নিয়েও উদ্বেগ দেখা দিয়েছে।

Advertisement

কিছু দিন আগেই আইএসএলের ১১টা ক্লাব ফেডারেশনকে অনুরোধ করেছিল, অচলাবস্থা নিয়ে সুপ্রিম কোর্টের দৃষ্টি আকর্ষণ করা হোক। তবে এই চিঠি পেয়ে অবাক কল্যাণ। বলেছেন, “গত ৭ অগস্টের বৈঠকে ১৩টা ক্লাবের সঙ্গে তো এটা নিয়ে আলোচনা হয়েছে। তার ২৪ ঘণ্টার মধ্যে এই চিঠি পেয়ে আমরা অবাক। এই ধরনের যোগাযোগ এড়ানো যেত। যা-ই হোক, ফুটবলের উন্নতি এবং প্রচারের জন্য যা সম্ভব সেটাই ফেডারেশন করবে।” সুপ্রিম কোর্টে বিষয়টা তোলা হবে কি না সেই প্রশ্নে কল্যাণের জবাব, “আইনি সহায়তা নিচ্ছি আমরা।”

ফেডারেশন কি একার ক্ষমতায় আইএসএলের মতো প্রতিযোগিতা আয়োজন করতে পারবে? কল্যাণ বলেছেন, “সব বিকল্পই হাতে আছে। তবে সকলে মতামত এবং পরামর্শ শুনে সিদ্ধান্ত নেওয়া হবে।”

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement