জয়ের উচ্ছ্বাস ইস্টবেঙ্গল ফুটবলারদের। ছবি: সংগৃহীত।
জয় দিয়ে ডুরান্ড কাপ শুরু করল ইস্টবেঙ্গল। বুধবার যুবভারতী ক্রীড়াঙ্গনে বেঙ্গালুরুর সাউথ ইউনাইটেড এফসিকে ৫-০ ব্যবধানে হারাল লাল-হলুদ ব্রিগেড। আই লিগের দ্বিতীয় ডিভিশনের দলটির বিরুদ্ধে গোটা ম্যাচেই আধিপত্য ছিল ইস্টবেঙ্গলের। বেশ কিছু সহজ সুযোগ নষ্ট না করলে আরও বড় ব্যবধানে জিততে পারত লাল-হলুদ ব্রিগেড।
মরসুমের প্রথম ম্যাচ খেলতে নামা অস্কার ব্রুজ়োর দলের খেলায় অবশ্য অনেক ফাঁক রয়েছে। অভাব রয়েছে ফুটবলারদের মধ্যে বোঝাপড়ারও। দলকে এখনও পুরো তৈরি করতে পারেননি স্প্যানিশ কোচ। প্রতিপক্ষ হিসাবে সাউথ ইউনাইটেড এফসি তেমন শক্তিশালী না হওয়ায় এ দিন সমস্যা হয়নি। তিন দিনের প্রস্তুতিতে ৫ গোলে জয়ের জন্য অবশ্যই কৃতিত্ব দিতে হবে ইস্টবেঙ্গলকে। তবে খেলায় দ্রুত উন্নতি করতে না পারলে, ডুরান্ড কাপে বেশি দূর যাওয়া কঠিন হতে পারে।
গোলের জন্য অবশ্য ইস্টবেঙ্গলকে বেশি ক্ষণ অপেক্ষা করতে হয়নি। ম্যাচের ১২ মিনিটের মাথায় বক্সের বাইরে থেকে নেওয়া দুরন্ত শটে ইস্টবেঙ্গলকে এগিয়ে দেন চুংনুঙ্গা। ৩৭ মিনিটে পেনাল্টি থেকে ব্যবধান বাড়িয়ে নেয় ইস্টবেঙ্গল। বক্সের মধ্যে ইস্টবেঙ্গলের এডমুন্ডকে ফাউল করেন সাউথ ইউনাইটেডের সালাহ। রেফারি পেনাল্টি দেন। গোল করতে ভুল করেননি সাউল ক্রেসপো।
বুধবারের ম্যাচে পুরো পয়েন্ট এলেও উদ্বেগ বাড়ল ব্রুজ়োর ৫৮ মিনিটে গোড়ালিতে চোট পেয়ে মাঠ ছাড়তে হল বিষ্ণুকে। তাঁর পরিবর্তে ইস্টবেঙ্গল কোচ মাঠে নামান দিয়ামানতাকোসকে। মরসুমের প্রথম ম্যাচেই চোট পেলেন দলের অন্যতম ভরসা। ৬৬ মিনিটে গোলের সহজ সুযোগ নষ্ট করেন এডমুন্ড। গ্রিক স্ট্রাইকার নামার পর ইস্টবেঙ্গলের আক্রমণের ঝাঁজ আরও বৃদ্ধি পায়। তবে ফিনিশিংয়ের অভাব দেখা গিয়েছে। বক্সের মধ্যে প্রতিপক্ষ ফুটবলারদের জটলার সামনে বার বার দিশাহারা হয়ে গিয়েছে ইস্টবেঙ্গল আক্রমণ। ৭৯ মিনিটে ইস্টবেঙ্গলের হয়ে তৃতীয় গোল করেন বিপিন সিংহ। এ বছরই লাল-হলুদ শিবিরে যোগ দেওয়া ফুটবলার প্রথম ম্যাচে পরিবর্ত হিসাবে নেমেই গোল পেলেন। ৭২ মিনিটে এডমুন্ডকে তুলে নিয়ে বিপিনকে নামান ব্রুজ়ো। মাঠে নামার ৭ মিনিটের মাথায় দিয়ামানতাকোসের কাছ থেকে বল পেয়ে প্রতিপক্ষের দুই ডিফেন্ডারকে ঘাড়ে নিয়ে গোল করেন বিপিন।
এই গোলের পর সাউথ ইউনাইটেডের রক্ষণের সব প্রতিরোধ ভেঙে পড়ে। পর পর আরও ২ গোল করেন লাল-হলুদ ফুটবলারেরা। ৮৬ মিনিটের মাথায় দলের পক্ষে চতুর্থ গোল করেন দিয়ামানতাকোস। ৮৯ মিনিটে বক্সের বাইরে থেকে শট নিয়ে ইস্টবেঙ্গলকে ৫-০ ব্যবধানে এগিয়ে দেন মহেশ।
বুধবার যুবভারতী ক্রীড়াঙ্গনে ম্যাচের আগে ফুটবলে শট মেরে ডুরান্ড কাপ উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উপস্থিত ছিলেন রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস, ক্রীড়া প্রতিমন্ত্রী মনোজ তিওয়ারি, দমকল মন্ত্রী সুজিত বসু এবং সেনাবাহিনীর ইস্টার্ন কমান্ডের পদাধিকারীরা। উদ্বোধনী অনুষ্ঠানে আয়োজকেরা গুরুত্ব দিয়েছিলেন বাংলার সংস্কৃতির উপর। ছৌ নাচ, বাউল গানের সঙ্গে ছিল হেলিকপ্টারের ‘এয়ার শো’, গোর্খা রেজিমেন্টের ‘কুকরি শো’, শিখ রেজিমেন্টের ‘ভাংড়া’ এবং মার্শাল আর্ট।