Supreme Court to AIFF

এত লোভী কেন? ফেডারেশনকে প্রশ্ন সুপ্রিম কোর্ট নিযুক্ত কমিটির, আইএসএল নিয়ে জট কাটছে না কিছুতেই

সুপ্রিম কোর্ট নিযুক্ত কমিটির মতে, ফেডারেশন যদি লোভ না কমায়, তা হলে আইএসএল আয়োজন করার জন‍্য কোনও সংস্থাই এগিয়ে আসবে না।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৯ নভেম্বর ২০২৫ ২৩:৫৭
Share:

ইন্ডিয়ান সুপার লিগের ট্রফি। —ছবি : সংগৃহীত

এত লোভ কিসের? সর্বভারতীয় ফুটবল ফেডারেশনকে প্রশ্ন করল সুপ্রিম কোর্ট নিযুক্ত কমিটি। তাদের মতে, ফেডারেশন যদি লোভ না কমায়, তা হলে আইএসএল আয়োজন করার জন‍্য কোনও সংস্থাই এগিয়ে আসবে না।

Advertisement

ফেডারেশন আগামী ১৫ বছরের জন্য আইএসএল বিক্রি করতে চেয়ে যে দরপত্র আহ্বান করেছিল, তাতে একটিও বিড জমা পড়েনি। এর ফলে ভারতীয় ফুটবলের এক নম্বর লিগের ভবিষ্যৎ এখন অথৈ জলে। আইএসএলের জন‍্য কোনও বাণিজ্যিক সংস্থা আগ্রহ না দেখানোয় সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে।

কেন একটিও দরপত্র জমা পড়েনি, তা নিয়ে রিপোর্ট দিয়েছে অবসরপ্রাপ্ত বিচারপতি এল নাগেশ্বর রাওয়ের নেতৃত্বাধীন কমিটি। সেখানেই ফেডারেশনকে লোভী বলা হয়েছে।

Advertisement

ওই কমিটি ফেডারেশনের সমালোচনা করে বলেছে, তারা যে শর্তগুলি রেখেছে, তা দরদাতাদের জন্য "বাণিজ্যিকভাবে অকার্যকর"। সেখানে অতিরিক্ত নিয়ন্ত্রণ রয়েছে।

প্রাথমিক দরপত্র ব্যর্থ হওয়ার প্রধান কারণগুলি:

উচ্চ আর্থিক দাবি: প্রতিবেদনে বলা হয়েছে, বাণিজ্যিক সংস্থাগুলি বছরে ৩৭.৫ কোটি টাকা দেওয়া এবং অন্যান্য আর্থিক ঝুঁকির বোঝা অনেক বেশি বলে মনে করেছে।

অতিরিক্ত মিনিমাম গ্যারান্টি: সম্ভাব্য বিডারদের বেশিরভাগকেই পিছিয়ে দিয়েছে। কমিটি বলেছে, মিনিমাম গ্যারান্টির অঙ্ক না কমালে কোনও বিনিয়োগকারী আসবে না।

নিয়ন্ত্রণের অভাব: দরদাতারা নিরুৎসাহিত হয়েছিল কারণ প্রস্তাবিত মডেল অনুসারে ফেডারেশনের হাতে সম্পূর্ণ পরিচালনার নিয়ন্ত্রণ থাকবে। কিন্তু সমস্ত আর্থিক ঝুঁকি অংশীদারকে বহন করতে হবে। অংশীদারের সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা প্রায় থাকবেই না।

সাংবিধানিক সমস্যা: ফেডারেশনের নতুন সংবিধানে প্রোমশন ও অবনমন-সহ অন্যান্য নতুন নীতিগুলির বাস্তবায়ন আগ্রহী পক্ষগুলির জন্য উদ্বেগের কারণ ছিল।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement