World Athletics Championships

Fred Kerley: ৩১ বছর পর পুরুষদের ১০০ মিটারে বিশ্বচ্যাম্পিয়নশিপের সোনা, রুপো, ব্রোঞ্জ আমেরিকার

১৯৯১ সালে প্রথম বার বিশ্ব অ্যাথলেটিক্সে পুরুষদের ১০০ মিটারের তিনটি পদকই জিতেছিল আমেরিকা। তিন পদকজয়ী ছিলেন লুইস, বুরেল এবং মিচেল।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

কলকাতা শেষ আপডেট: ১৭ জুলাই ২০২২ ২০:৪০
Share:

ছবি: টুইটার থেকে

৩১ বছর পর বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে পুরুষদের ১০০ মিটার দৌড়ের তিনটি পদকই জিতল আমেরিকা। তাদের এই সাফল্য এল ফ্রেড কার্লে, মার্ভিন ব্রাসি এবং ট্রেভন ব্রোমেলের হাত ধরে।

Advertisement

১৯৯১ সালে প্রথম বার বিশ্ব অ্যাথলেটিক্সে পুরুষদের ১০০ মিটারের তিনটি পদকই জিতেছিল আমেরিকা। তিন পদকজয়ী ছিলেন কার্ল লুইস, লেরয় বারেল এবং ডেনিস মিচেল। সেই সাফল্যের ৩১ বছর পর চলতি বিশ্ব চ্যাম্পিয়নশিপে দ্বিতীয় বার পুরুষদের ১০০ মিটারের তিনটি পদকই জিতল আমেরিকা।

কার্লে সোনা জেতার পথে সময় নিয়েছেন ৯.৮৬ সেকেন্ড। তাঁরই সতীর্থ ব্রাসি রুপো জিতেছেন ৯.৮৮ সেকেন্ড সময় করে। ব্রোমেল ব্রোঞ্জ পদক জিতেছেন ৯.৯ সেকেন্ড সময় করে। অর্থাৎ, আমেরিকার প্রথম তিন জনের সময়ের পার্থক্য .০২ সেকেন্ড করে। এর থেকেই বোঝা যায় আমেরিকার তিন স্প্রিন্টারের মধ্যে কতটা তীব্র প্রতিযোগিতা হয়েছে।

Advertisement

পদক জয়ের পর কার্লে বলেছেন, ‘‘আমরা আগেই বলেছিলাম এ বার আমরা সব পদক জিতব। ভাল লাগছে, সেটা করে দেখাতে পারার জন্য।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন