Virat Kohli

অধিনায়ক কোহালিকে ‘ধুরন্ধর’ বলতে নারাজ গম্ভীর

অতীতে মাঠের ভিতরেই গম্ভীর ও কোহালি কথা কাটাকাটিতে জড়িয়ে পড়েছিলেন। দু’ জনের সম্পর্ক নিয়ে কালি খরচ হয়েছে প্রচুর। এ বার মাঠের বাইরে থেকে গম্ভীর বাউন্সার দিলেন।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

কলকাতা শেষ আপডেট: ১৯ মার্চ ২০১৯ ২১:৩৯
Share:

কোহালির নেতৃত্বের সমালোচনায় গম্ভীর। —ফাইল ছবি।

কাউন্টডাউন শুরু হয়ে গিয়েছে আইপিএলের। প্রথম ম্যাচের আগে শেষ মুহূর্তের অনুশীলনে ব্যস্ত ক্রিকেটাররা।

Advertisement

এর মধ্যেই প্রাক্তন ক্রিকেটার গৌতম গম্ভীর জানিয়ে দিলেন বিরাট কোহালিকে ‘ধুরন্ধর’ অধিনায়ক বলে তাঁর মনে হয়নি।

খেলার কুইজ, আপনিও খেলুন

Advertisement

কলকাতা নাইট রাইডার্সকে আইপিএল চ্যাম্পিয়ন করানো ক্যাপ্টেন বলছেন, ‘‘কোহালিকে ধুরন্ধর অধিনায়ক হিসেবে আমার মনে হয়নি। কৌশলী অধিনায়ক হিসেবেও মনে করি না। কোহালির নেতৃত্বে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর একবারও আইপিএল চ্যাম্পিয়ন হতে পারেনি। একজন অধিনায়ক ততটাই ভাল, যতটা ভাল তাঁর রেকর্ড।’’

আরও পড়ুন: বিধ্বংসী ব্যাটসম্যান রয়েছেন দলে, চাপ বাড়ানোর খেলা শুরু স্মিথের

অতীতে মাঠের ভিতরেই গম্ভীর ও কোহালি কথা কাটাকাটিতে জড়িয়ে পড়েছিলেন। দু’ জনের সম্পর্ক নিয়ে কালি খরচ হয়েছে প্রচুর। এ বার মাঠের বাইরে থেকে গম্ভীর বাউন্সার দিলেন।কোহালি অবশ্য এই বিষয়ে একটি শব্দও খরচ করেননি। তিনি ব্যস্ত রয়েছেন নিজের পৃথিবীতে। গম্ভীর বলছেন, ‘‘ধোনি-রোহিতের সঙ্গে কোনও তুলনাই হয় না কোহালির। ওরা তিন বার করে আইপিএল চ্যাম্পিয়ন হয়েছে। কোহালিকে আরও অনেক দূর যেতে হবে।’’

ফ্র্যাঞ্চাইজির বিশ্ব বড় কঠিন। সফল না হলে বাস্তবের রুখা সুখা জমিতে ছুড়ে ফেলা হয় ক্রিকেটারদের। সেই নিরিখে বিচার করলে আরসিবি কিন্তু কোহালিতেই আস্থা রেখেছে। তাঁকে ক্যাপ্টেন রেখেই প্রতিবার মাঠে নেমেছে। গম্ভীর বলছেন, ‘‘কোহালি খুবই ভাগ্যবান। আরসিবিকেই ওর ধন্যবাদ জানানো উচিত। টুর্নামেন্ট না জিতেও কোনও অধিনায়ক এতটা দীর্ঘ সময় টিকে থাকতে পারেনি।’’

আইপিএলের আগেই কিন্তু পারদ চড়তে শুরু করে দিয়েছে। কোহালি নিশ্চয় গম্ভীরকে ভুল প্রমাণ করতে চাইবেন।

(আইসিসি বিশ্বকাপ হোক বা আইপিএল, টেস্ট ক্রিকেট, ওয়ান ডে কিংবা টি-টোয়েন্টি। ক্রিকেট খেলার সব আপডেট আমাদের খেলা বিভাগে।)

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন