নিলামে লড়াই দেশি তারকাদের

এ বারের আইপিএল নিলামে উঠতে চলেছেন মোট ১১২২ জন ক্রিকেটার। আটটা ফ্র্যাঞ্চাইজিকে যে তালিকা পাঠানো হয়েছে, সেই তালিকায় ২৮১ জন আন্তর্জাতিক ক্রিকেটার রয়েছেন। দেশের হয়ে খেলননি, এমন ক্রিকেটার রয়েছেন ৮৩৮ জন।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৪ জানুয়ারি ২০১৮ ০৪:১৯
Share:

গৌতম গম্ভীর। নিলামে নজর যাদের উপর।

আইপিএলের নিলামে এ বার সম্ভবত ভারতীয় ক্রিকেট তারকাদের লড়াই বেশি জমজমাট হয়ে উঠবে। বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি কয়েকজনকে রেখে দিলেও বেশির ভাগ ভারতীয় ক্রিকেট তারকাকেই এ বার নিলামে উঠতে হচ্ছে। তাই এ বার নিলামে বিদেশিদের চেয়ে বেশি নজর থাকছে দেশের তারকাদের দিকেই।

Advertisement

আগামী ২৭-২৮ জানুয়ারি বেঙ্গালুরুতে আইপিএলের যে নিলাম হতে চলেছে, তাতে গৌতম গম্ভীর, আর অশ্বিন, অজিঙ্ক রাহানে, কুলদীপ যাদব, কে এল রাহুল, মুরলী বিজয়, হরভজন সিংহ, যুবরাজ সিংহদের আইপিএল ভাগ্য নির্ধারিত হওয়ার কথা।

এ বারের আইপিএল নিলামে উঠতে চলেছেন মোট ১১২২ জন ক্রিকেটার। আটটা ফ্র্যাঞ্চাইজিকে যে তালিকা পাঠানো হয়েছে, সেই তালিকায় ২৮১ জন আন্তর্জাতিক ক্রিকেটার রয়েছেন। দেশের হয়ে খেলননি, এমন ক্রিকেটার রয়েছেন ৮৩৮ জন। যার মধ্যে ৭৭৮ জন ভারতীয়। বিদেশি ক্রিকেটার রয়েছেন ২৮২ জন।

Advertisement

ইতিমধ্যেই ১৮ জন ক্রিকেটারকে রিটেনশন তালিকায় রেখেছে আটটি ফ্র্যাঞ্চাইজি। বিরাট কোহালি, এমএস ধোনি, রবীন্দ্র জাডেজা, রোহিত শর্মা, হার্দিক পাণ্ড্য, যশপ্রীত বুমরা, ভুবনেশ্বর কুমার, স্টিভ স্মিথ, সুনীল নারাইন, এবি ডি’ভিলিয়ার্স, ডেভিড ওয়ার্নাররা কোন জার্সিতে খেলবেন আইপিএল ১১-য়, তা ঠিক হয়েই গিয়েছে।

অন্য তারকারা উঠবেন নিলামে। ইংল্যান্ডের অধিনায়ক জো রুট, ক্রিস গেল, বেন স্টোকস, মিচেল স্টার্কদের কোন দল নেবে, সেটা যেমন এখন প্রশ্ন, তেমনই ডেভিড মিলার, ফ্যাফ ডুপ্লেসি, গ্লেন ম্যাক্সওয়েল, মিচেল জনসন, কেন উইলিয়ামসন, কলিন মুনরো, ক্রিস লিনদের মতো আইপিএল মাতানো ক্রিকেটারদের কোন দল জোটে বা আদৌ জোটে কি না, তাও দেখার।

বাংলাদেশের আট জন ক্রিকেটার এ বারের নিলামে ওঠার জন্য আবেদন করেছেন। শাকিব আল হাসান কেকেআর ও মুস্তাফিজুর রহমান গতবার পর্যন্ত সানরাইজার্স হায়দরাবাদের হয়ে খেললেও এ বার তাদের ঠিকানা হবে কোন শহর সেটাই দেখার।

রিটেনশন ও নিলামে নেওয়া ছাড়াও আরও এক রকম ভাবে ক্রিকেটার নিতে পারবে দলগুলো। ‘রাইট টু ম্যাচ’ পদ্ধতিতে। গত বার যে ক্রিকেটাররা যে ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলেছেন, সেই ক্রিকেটারদের সেই ফ্র্যাঞ্চাইজি এই পদ্ধতিতে নেওয়ার ক্ষেত্রে বাড়তি সুবিধা পেতে পারে।

ভারতীয় তরুণ ক্রিকেটাররা যাতে নিলামে গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারেন, সে জন্য এ বারের জাতীয় টি-টোয়েন্টি টুর্নামেন্ট মুস্তাক আলি ট্রফি এগিয়ে আনা হয়েছে। যার ফাইনাল হবে নিলামের সময়েই। তারা আগে যাঁরা এই টুর্নামেন্টে ভাল পারফর্ম করবেন, তাঁদের আইপিএলে ডাক পড়তে পারেন।

এ ছাড়াও নিউজিল্যান্ডে ভারতীয় অনূর্ধ্ব ১৯ দলের ছেলেদের ওপরেও নজর রাখছে ফ্র্যাঞ্চাইজিগুলো। বিশেষ করে সেই দলের অধিনায়ক পৃথ্বী শয়ের ওপর। পৃথ্বী-সহ এই দলের কয়েকজনকেও এ বারের আইপিএলে খেলতে দেখলে অবাক হবেন না।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন