গায়ত্রীর বিদায়

নেদারল্যান্ডসে চলতি ডাচ জুনিয়র আন্তর্জাতিক ব্যাডমিন্টন প্রতিযোগিতায় হারল পুল্লেলা গোপীচন্দের মেয়ে। শনিবার দুর্দান্ত ফর্মে ছিলেন গায়ত্রী। কিন্তু এ দিন তার খেলার মধ্যে সেই আগ্রাসী মনোভাব ধরাই পড়েনি। প্রতিযোগিতার অষ্টম বাছাই, তাইল্যান্ডের বেনইয়াপা আইমসার্দের কাছে স্ট্রেট সেটে ১৫-২১, ১৬-২১ পয়েন্টে হেরেছে গায়ত্রী।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৪ মার্চ ২০১৯ ০৫:২১
Share:

বিদায় গায়ত্রী গোপীচন্দের। ফাইল চিত্র

প্রি কোয়ার্টার ফাইনাল পর্ব থেকেই বিদায় গায়ত্রী গোপীচন্দের।

Advertisement

নেদারল্যান্ডসে চলতি ডাচ জুনিয়র আন্তর্জাতিক ব্যাডমিন্টন প্রতিযোগিতায় হারল পুল্লেলা গোপীচন্দের মেয়ে। শনিবার দুর্দান্ত ফর্মে ছিলেন গায়ত্রী। কিন্তু এ দিন তার খেলার মধ্যে সেই আগ্রাসী মনোভাব ধরাই পড়েনি। প্রতিযোগিতার অষ্টম বাছাই, তাইল্যান্ডের বেনইয়াপা আইমসার্দের কাছে স্ট্রেট সেটে ১৫-২১, ১৬-২১ পয়েন্টে হেরেছে গায়ত্রী। শেষ ষোলো পর্বেই শেষ হয়ে গেল পুল্লেলা গোপীচন্দ কন্যার অভিযান। তবে শুধু গায়ত্রী বলেই নয়। রবিবার সমস্ত বিভাগে হতাশ করেছে ভারতীয় প্রতিযোগীরা। মধ্য প্রদেশের ১৭ বছরের নতুন তারা প্রিয়াংশু গত কাল কোয়ার্টার ফাইনালে উঠলেও এ দিন হার মেনেছে প্রতিযোগিতার চতুর্থ বাছাই, কানাডার ব্রায়ান ইয়ং-র কাছে। ম্যাচের ফল ব্রায়ানের পক্ষে ২১-১৩, ২২-২০। মণিপুরের মইসনাম মেইরাবা লুয়াং লড়াই করে হার মেনেছে তৃতীয় বাছাই, ইন্দোনেশিয়ার ক্রিশ্চিয়ান অদিন্তর কাছে। অদিন্তর পক্ষে ফল ২১-১৮, ২১-১০। অন্ধ্র প্রদেশের সাই চরণ কোয়া স্ট্রেট সেটে হার মেনেছে চিনের লি ইয়ুঞ্জের কাছে ১৫-২১, ১৬-২১ ফলে। ডাবলস ইভেন্টেও নবনীত বোক্কা এবং বিষ্ণু বর্ধন গৌড় জুটি ২১-১৭, ১৯-২১, ১০-২১ ফলে হেরেছে ইন্দোনেশিয়ার প্রতিপক্ষের কাছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন