Glenn Maxwell

অপেক্ষায় ম্যাড ম্যাক্স

নিজের দেশের সাংবাদিকদের সঙ্গে কথাপ্রসঙ্গে তিনি বলেছেন, “বিশ্বের সেরা ক্রিকেটারেরা এখানে খেলতে আসে। আমার কাছে তো আইপিএল ছোট সংস্করণের বিশ্বকাপ বলে মনে হয়।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

কলকাতা শেষ আপডেট: ২৩ জুলাই ২০২০ ০৬:০৬
Share:

ম্যাক্সওয়েল

আইপিএলকে তিনি বিশ্বকাপের ছোট সংস্করণ বলে মনে করেন। করোনার কারণে টি-টোয়েন্টি বিশ্বকাপ স্থগিত হয়ে যাওয়ার পরেই আইপিএল খেলার জন্য রীতিমতো ছটফট করছেন অস্ট্রেলীয় অলরাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েল। নিজের দেশের সাংবাদিকদের সঙ্গে কথাপ্রসঙ্গে তিনি বলেছেন, “বিশ্বের সেরা ক্রিকেটারেরা এখানে খেলতে আসে। আমার কাছে তো আইপিএল ছোট সংস্করণের বিশ্বকাপ বলে মনে হয়। এ বার যত তাড়াতাড়ি খেলা শুরু হবে, মাঠে নামতে পারব।” ১০.৭৫ কোটি টাকায় তাকে নিলাম থেকে কিনেছে কিংস ইলেভেন পঞ্জাব। বিশ্বক্রিকেটে ম্যাড ম্যাক্স নামে পরিচিত এই তারকা জানিয়েছেন, কী নিয়মাবলির মধ্যে ম্যাচ খেলতে হবে এবং আইপিএল শুরুর আগে কত দিন নিভৃতবাসে থাকতে হবে, সেই বিষয়গুলি দ্রুত জেনে গেলে ম্যাচের জন্য দ্রুত তৈরি হওয়া যাবে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন