Cricket

টেস্টে শূন্য করে গ্র্যান্ট ফ্লাওয়ারের গলায় ছুরি ধরেছিলেন ইউনিস খান

পাকিস্তানের ব্যাটিং কোচ হিসেবে পাঁচ বছর কাজ করেন গ্র্যান্ট। ভাই অ্যান্ডির সঙ্গে কথা বলার সময়ে সেই অভিজ্ঞতা শেয়ার করেছেন গ্র্যান্ট ফ্লাওয়ার।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০২ জুলাই ২০২০ ২০:৪২
Share:

ব্যাটিং কোচের উপরে মেজাজ হারিয়েছিলেন ইউনিস খান। ছবি:রয়টার্স।

জিম্বাবোয়ের প্রাক্তন ক্রিকেটার গ্র্যান্ট ফ্লাওয়ারের গলায় ছুরি ধরেছিলেন প্রাক্তন পাক তারকা ইউনিস খান। ব্যাটিং নিয়ে প্রাক্তন পাক ক্রিকেটারকে পরামর্শ দিতে গিয়ে ফ্লাওয়ার বিপদে পড়েন।

Advertisement

পাকিস্তানের ব্যাটিং কোচ হিসেবে পাঁচ বছর কাজ করেন গ্র্যান্ট। ভাই অ্যান্ডির সঙ্গে কথা বলার সময়ে সেই অভিজ্ঞতা শেয়ার করেছেন গ্র্যান্ট ফ্লাওয়ার। তাঁকে প্রশ্ন করা হয়েছিল, কোন শিষ্যকে সামলাতে বেগ পেতে হয়েছিল তাঁকে। তখনই ইউনিস খানের ছুরি ধরার কথা বলেন গ্র্যান্ট।

২০১৬ সালের অস্ট্রেলিয়া সফরে গিয়েছিল পাকিস্তান। ব্রিসবেন টেস্টে প্রথম ইনিংসে শূন্য রানে আউট হন ইউনিস খান।

Advertisement

আরও পড়ুন: দলে নেই গেল-নারিন-মালিঙ্গা! আইপিএলে সর্বকালের সেরা একাদশ বেছে চমক ডেভিলিয়ার্সের

পরের দিন সকালে ব্রেকফাস্ট টেবলে ইউনিসকে পরামর্শ দিতে গিয়েছিলেন গ্র্যান্ট ফ্লাওয়ার। তিনি বলেন, ‘‘ব্রিসবেনের ঘটনা মনে পড়ছে। টেস্ট চলাকালীন ব্রেকফাস্টের টেবলে ইউনিসকে ব্যাটিং নিয়ে পরার্মশ দিতে গিয়েছিলাম। ইউনিস আমার পরামর্শ ভাল ভাবে নেয়নি। মিকি আর্থারের সামনেই ছুরি ধরে আমার গলায়। মিকি কোনওরকমে ওকে শান্ত করে।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement