Sports News

রবীন্দ্র সরোবর স্টেডিয়ামে মোহনবাগানের প্রথম আই লিগ ম্যাচ ঘিরে অনিশ্চয়তা

রবীন্দ্র সরোবর স্টেডিয়ামে মোহনবাগানের প্রথম আই লিগ ম্যাচ ঘিরে অনিশ্চয়তা দেখা দিল। বাধ সাধল পরিবেশ আদালত। আইএসএল-এর সব ম্যাচ এখানেই হয়েছিল ফ্লাড লাইটে। কিন্তু এখন সেই ফ্লাড লাইট-এ ম্যাচ হলে পরিবেশের ক্ষতি হবে বলে ম্যাচ স্থগিতের নির্দেশ দিল আদালত।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৬ জানুয়ারি ২০১৭ ১৬:৫৭
Share:

রবীন্দ্র সরোবর স্টেডিয়ামে মোহনবাগানের প্রথম আই লিগ ম্যাচ ঘিরে অনিশ্চয়তা দেখা দিল। বাধ সাধল পরিবেশ আদালত। আইএসএল-এর সব ম্যাচ এখানেই হয়েছিল ফ্লাড লাইটে। কিন্তু এখন সেই ফ্লাড লাইট-এ ম্যাচ হলে পরিবেশের ক্ষতি হবে বলে ম্যাচ স্থগিতের নির্দেশ দিল আদালত। সূত্রের খবর, এখানে ম্যাচ করার আগে আদালতের অনুমতি নেননি বাগানকর্তারা। অ্যাটলেটিকো দ্য কলকাতা ম্যাচ করার আগে আদালতের অনুমতি নেওয়ায় কোনও সমস্যা হয়নি। আগে থেকে অনুমতি না নেওয়াতেই রীতিমতো সমস্যায় পড়েছেন মোহনবাগান কর্তারা। কারণ, ইতিমধ্যেই রবিবারের ম্যাচের টিকিট বিক্রি হয়ে গিয়েছে। প্রতিপক্ষ চার্চিল ব্রাদার্সও পৌঁছে গিয়েছে শহরে। এই অবস্থায় ম্যাচ অন্য কোথাও সরিয়ে নেওয়াটা প্রায় অসম্ভব। আদালতের নির্দেশের পর তড়িঘড়ি আবেদন জানিয়েছেন বাগানকর্তারা। কাল শনিবার আদালত বন্ধ, তাই আজই সমস্যার সমাধান করতে যুদ্ধকালীন তৎপরতায় চেষ্টা চালাচ্ছে মোহনবাগান।

Advertisement

আরও পড়ুন: কার্ড রুখতে বিশেষ প্রস্তুতি বাগানে

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement