হাত মেলালেন না ভারত-পাকিস্তানের খেলোয়াড়েরা। — প্রতিনিধিত্বমূলক চিত্র।
এশিয়া কাপের করমর্দন-বিতর্কের প্রভাব এ বার পড়ছে অন্যান্য খেলাতেও। সম্প্রতি একটি ম্যাচে মুখোমুখি হয়েছিল ভারত এবং পাকিস্তান। সেখানে পাকিস্তানের অধিনায়কের সঙ্গে হাত মেলানোর আগ্রহই দেখালেন না ভারতের অধিনায়ক। যদিও ম্যাচের পর অন্য দৃশ্য দেখা গিয়েছে।
যুব এশিয়ান গেমসে কবাডিতে মুখোমুখি হয়েছিল ভারত এবং পাকিস্তান। সেই ম্যাচে ভারত ৮১-২৬ পয়েন্টে একপেশে ভাবে জিতেছে। ম্যাচের আগের একটি ঘটনা নজর কেড়ে নিয়েছে। ভারতের অধিনায়ক ইশান্ত রাঠি হাত মেলাতে চাননি পাকিস্তানের অধিনায়কের সঙ্গে।
টসের সময় ঘটনাটি ঘটে। প্রথামতোই পাকিস্তানের অধিনায়ক হাত বাড়িয়ে দিয়েছিলেন ভারতের অধিনায়কের দিকে। তবে ইশান্ত সে দিকে তাকানইনি। পাকিস্তান অধিনায়ক ইশান্তের আচরণ বুঝতে পেরে সঙ্গে সঙ্গে হাত গুটিয়ে নেন। তবে ম্যাচের পর এই জিনিস দেখা যায়নি। দুই দলের খেলোয়াড়েরাই একে অপরের সঙ্গে হাত মেলান।
করমর্দন-বিতর্ক প্রথম শুরু হয়েছিল এশিয়া কাপে। ভারত এবং পাকিস্তান তিন বার মুখোমুখি হয়েছিল। এক বারও ভারতীয় দলের ক্রিকেটারেরা বা অধিনায়ক পাকিস্তান দলের কারোর সঙ্গে হাত মেলাননি। মহিলাদের বিশ্বকাপ ম্যাচেও ভারতের অধিনায়ক হরমনপ্রীত কৌরকে একই কাজ করতে দেখা গিয়েছে। মাঝে রাঁচীতে একটি হকি ম্যাচে ভারত এবং পাকিস্তানের খেলোয়াড়েরা সৌজন্য মেনে হাত মিলিয়েছিলেন। এ বার হকিতেও হাত না মেলানোর ঘটনা দেখা গেল।