Cricket

সৌরভের কাছে এ বার নির্বাচক কমিটি বদলানোর আর্জি হরভজনের

সম্প্রতি ফারুখ ইঞ্জিনিয়ার, যুবরাজ সিংহও কটাক্ষ করেন নির্বাচক কমিটির বেশ কিছু সিদ্ধান্তকে। এক ধাপ এগিয়ে এ বার নির্বাচক কমিটিতেই পরিবর্তন আনার জন্য সৌরভের কাছে আর্জি জানালেন ভাজ্জি।

Advertisement

সংবাদ সংস্থা

মুম্বই শেষ আপডেট: ২৫ নভেম্বর ২০১৯ ১৪:৩৬
Share:

প্রিয় অধিনায়কের কাছে আবেদন জানালেন ভাজ্জি। —নিজস্ব চিত্র।

ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়ের কাছে নির্বাচক কমিটি পরিবর্তন করার আবেদন জানালেন হরভজন সিংহ। এমএসকে প্রসাদের নেতৃত্বাধীন কমিটি প্রথম দিন থেকেই সমালোচনার মুখে পড়েছিল।

Advertisement

সম্প্রতি ফারুখ ইঞ্জিনিয়ার, যুবরাজ সিংহও কটাক্ষ করেন নির্বাচক কমিটির বেশ কিছু সিদ্ধান্তকে। এক ধাপ এগিয়ে এ বার নির্বাচক কমিটিতেই পরিবর্তন আনার জন্য সৌরভের কাছে আর্জি জানালেন ভাজ্জি।

বাংলাদেশের বিরুদ্ধে টি টোয়েন্টি সিরিজের জন্য দলে নেওয়া হয়েছিল উইকেট কিপার-ব্যাটসম্যান সঞ্জু স্যামসনকে। তিনটি টি টোয়েন্টি ম্যাচের প্রথম একাদশে সুযোগ পাননি তিনি। প্রতিবেশী দেশের বিরুদ্ধে টি টোয়েন্টি সিরিজে কেরলের স্যামসনকে জল বইতে দেখা গিয়েছিল। সুযোগ না পাওয়া সঞ্জুর জায়গা হয়নি আসন্ন ওয়েস্ট ইন্ডিজ সিরিজে।

Advertisement

আরও পড়ুন: আড়াই দিনেই শেষ ইডেন টেস্ট, শেষ দু’দিনের টিকিটের টাকা ফেরত দিচ্ছে সিএবি

ক্যারিবিয়ানদের বিরুদ্ধে তিনটি ওয়ানডে ও তিনটি টি টোয়েন্টি ম্যাচের দল থেকে ছেঁটে ফেলা হয় স্যামসনকে। নির্বাচকদের এই সিদ্ধান্ত মেনে নিতে পারেননি লোকসভার সাংসদ শশী তারুর। তিনি টুইট করেন, ‘কোনও সুযোগ না পেয়ে সঞ্জু স্যামসনকে ছেঁটে ফেলার সিদ্ধান্ত অত্যন্ত হতাশাজনক। তিনটি টি টোয়েন্টিতে জল বইতে দেখা গিয়েছে ওকে। ওর ব্যাটিং দক্ষতার কি পরীক্ষা নেওয়া হল?’

শশী তারুরের সেই টুইটের সহমত পোষণ করে হরভজন হ্যাশ ট্যাগে লিখেছেন, ‘নির্বাচক কমিটি পরিবর্তনের দরকার রয়েছে। নির্বাচক প্যানেলে অভিজ্ঞ লোকের দরকার। আশা রাখি, সৌরভ গঙ্গোপাধ্যায় ব্যাপরাটা নিয়ে ভাবনাচিন্তা করবে।’

আরও পড়ুন: পাকিস্তানের ‘বিস্ময় পেসার’-এর বয়স কি কমছে? কাইফদের টুইটে অবশেষে উত্তর দিল পিসিবি

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন