Harsh Goenka

ধোনির পর গোয়েন‌্কার টার্গেটে বিরাট

আইপিএল চলাকালীন মহেন্দ্র সিংহ ধোনিকে কটাক্ষ করে বারবার শিরোনামে উঠে এসেছেন তিনি। আবারও উঠে এলেন খবরের শিরোনামে।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২৮ জুন ২০১৭ ০০:২৯
Share:

হর্ষ গোয়েন্কা। ছবি: সংগৃহীত।

আবারও বিতর্কে জড়ালেন শিল্পপতি হর্ষ গোয়েন্‌কা। আইপিএল চলাকালীন মহেন্দ্র সিংহ ধোনিকে কটাক্ষ করে বারবার শিরোনামে উঠে এসেছেন তিনি। আবারও উঠে এলেন খবরের শিরোনামে। সৌজন্যে বিরাট কোহালি এবং বিসিসিআইকে নিয়ে করা হর্ষের বিতর্কিত টুইট।

Advertisement

আরও পড়ুন: চাকরি হারানোর পথে স্টিভ স্মিথ-মিচেল মার্শরা

এমনিতেই বিরাটের বিরুদ্ধে তোপ দেগে অনিল কুম্বলের পদত্যাগের পর কোহালির তীব্র সমালোচনা করেছেন সুনীল গাওস্কর থেকে কপিল দেব সকলেই। এ বার সেই তালিকায় নতুন সংযোজন হর্ষ। নিজের টুইটার হ্যান্ডলে হর্ষ বিরাটকে ব্যঙ্গ করে বলেন, “ভারতীয় দলের কোচের পদে আবেদন করার মাপকাঠিগুলির মধ্যে অন্যতম বিরাট কোহালি এবং বিসিসিআইয়ের বাধ্য হওয়া।”

Advertisement

আর হর্ষের এই টুইটের পরই তীব্র প্রতিক্রিয়ার ঝড় ওঠে সোশ্যাল মিডিয়ায়।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement