PR Sreejesh

ভারতের ম্যাচে আর দেখা যাবে না ১৬ নম্বর জার্সি, শ্রীজেশকে সম্মান জানাল ভারতের হকি সংস্থা

প্যারিস অলিম্পিক্স শেষ হওয়ার পরেই আন্তর্জাতিক হকিকে বিদায় জানিয়েছেন পিআর শ্রীজেশ। সম্মান জানিয়ে তাঁর ১৬ নম্বর জার্সি পাকাপাকি ভাবে তুলে রাখার সিদ্ধান্ত নিয়েছে হকি ইন্ডিয়া।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ১৪ অগস্ট ২০২৪ ১৪:২১
Share:

পিআর শ্রীজেশ। ছবি: পিটিআই।

প্যারিস অলিম্পিক্স শেষ হওয়ার পরেই আন্তর্জাতিক হকিকে বিদায় জানিয়েছেন পিআর শ্রীজেশ। ভারতের জার্সি গায়ে আর কখনও তাঁকে দেখা যাবে না। গোলকিপারকে সম্মান জানিয়ে তাঁর ১৬ নম্বর জার্সি পাকাপাকি ভাবে তুলে রাখার সিদ্ধান্ত নিয়েছে হকি ইন্ডিয়া।

Advertisement

এক অনুষ্ঠানে শ্রীজেশকে সংবর্ধনা দিতে গিয়ে হকি ইন্ডিয়ার সেক্রেটারি জেনারেল ভোলানাথ সিংহ জানিয়েছেন, ভবিষ্যতে সিনিয়র দলের কোনও খেলোয়াড়কে ১৬ নম্বর জার্সি দেওয়া হবে না। তবে জুনিয়র দলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নয়।

ভোলানাথ বলেছেন, “শ্রীজেশ এখন জুনিয়র দলের কোচ হচ্ছে। সিনিয়র দলে ওর ১৬ নম্বর জার্সি তুলে রাখার সিদ্ধান্ত নিয়েছি আমরা। তবে জুনিয়র দলের ক্ষেত্রে এমন কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি। আশা করি শ্রীজেশ জুনিয়র দল থেকে আগামী দিনের শ্রীজেশকে তুলে আনবে।” অনুষ্ঠানে প্যারিস অলিম্পিক্সের বাকি সদস্যরাও ছিলেন। তাঁরা সকলেই শ্রীজেশের নাম লেখা একই রকম জার্সি পরে অনুষ্ঠানে হাজির হয়েছিলেন।

Advertisement

উল্লেখ্য, দিন দুয়েক আগেই সংবাদ সংস্থা পিটিআই-কে শ্রীজেশ বলেছিলেন, ‘‘আমি রাহুল দ্রাবিড়ের ভক্ত। তরুণদের নিয়ে কী ভাবে কাজ করতে হয়, তার সেরা উদাহরণ দ্রাবিড়। আমিও কোচিংয়ে এলে সেই পন্থা মেনেই নতুন মুখদের নিয়ে কাজ শুরু করতে চাই। যদি এক ঝাঁক তরুণ প্রতিভাকে তৈরি করে ফেলা যায়, ভবিষ্যতে তারাই জাতীয় দলের সম্পদ হয়ে উঠবে।’’

কিন্তু কবে তাঁকে কোচের ভূমিকায় দেখা যাবে? শ্রীজেশ বলেছিলেন, ‘‘আমি তো বরাবর কোচিং করানোর বিষয়ে আগ্রহী। তবে কখন সেই কাজটা শুরু করব, সেটাই বড় প্রশ্ন। অবসরের পরে পরিবারের প্রতি নজর দেওয়াই সবচেয়ে বেশি প্রাধান্য হয়ে পড়ে। আমাকে তো পরিবারের সদস্যদের সঙ্গেও কথাবার্তা বলতে হবে। ওরা সম্মতি দিলে আমি সেই দায়িত্ব নিতে পারি। এই মুহূর্তে স্ত্রীর মতামত নেওয়াটা খুবই গুরুত্বপূর্ণ।”

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement