আমিই শ্রেষ্ঠ, দাবি মোরিনহোর

ম্যান ইউনাইটেড ইপিএলে টেবলে তেরো নম্বরে থাকা সত্ত্বেও মোরিনহো উদ্বেগহীন। পাশাপাশি টেবলে শীর্ষে থাকা লিভারপুল ম্যানেজার য়ুর্গেন ক্লপ রীতিমতো অস্বস্তিতে।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০১ সেপ্টেম্বর ২০১৮ ০৪:৩৩
Share:

সংশয়: নিজের চাকরি বাঁচানোর পরীক্ষায় মোরিনহো। ফাইল চিত্র

ইংলিশ প্রিমিয়ার লিগে পরপর দু’ম্যাচ হেরে খেতাবি দৌড়ে অনেকটাই পিছিয়ে পড়েছে ম্যাঞ্চেস্টার ইউনাইটেড। ম্যানেজার জোসে মোরিনহোর ভবিষ্যৎ নিয়েও তৈরি হয়েছে সংশয়। অথচ মোরিনহো দাবি করছেন, বিশ্বের সর্বকালের অন্যতম সেরা ম্যানেজার তিনি!

Advertisement

ইপিএলে বার্নলির বিরুদ্ধে ম্যাচের আটচল্লিশ ঘণ্টা আগে সাংবাদিক বৈঠকে মোরিনহো বলেছেন, ‘‘আমি শুধু বিশ্বের অন্যতম সেরা ক্লাবের ম্যানেজার নই। বিশ্বের সর্বকালের অন্যতম সেরাও।’’ মোরিনহোকে প্রশ্ন করা হয়েছিল, ইপিএল জিততে না পারলেও কি তিনি নিজেকে সেরা মনে করবেন। ‘দ্য স্পেশ্যাল ওয়ান’-এর জবাব, ‘‘অবশ্যই।’’

ম্যান ইউনাইটেড ইপিএলে টেবলে তেরো নম্বরে থাকা সত্ত্বেও মোরিনহো উদ্বেগহীন। পাশাপাশি টেবলে শীর্ষে থাকা লিভারপুল ম্যানেজার য়ুর্গেন ক্লপ রীতিমতো অস্বস্তিতে। লেস্টার সিটির বিরুদ্ধে ম্যাচের আগে তিনি বলেছেন, ‘‘ক্লুদ পুয়েল দায়িত্ব নিয়ে লেস্টার সিটির খেলার ধরন বদলে দিয়েছেন। আত্মবিশ্বাস অনেক বেড়ে গিয়েছে ওদের।’’ শনিবার নামছে ইপিএলে খেতাবের অন্য দুই দাবিদার ম্যাঞ্চেস্টার সিটি ও চেলসি। ঘরের মাঠে নিউক্যাসলের বিরুদ্ধে খেলা পেপ গুয়ার্দিওলার দলের। চেলসির প্রতিপক্ষ বোর্নমুথ। আগের ম্যাচে উলফসের বিরুদ্ধে ড্র করায় লিগ টেবলে পাঁচ নম্বরে নেমে এসেছে গত বারের চ্যাম্পিয়নরা।

Advertisement

শনিবার ইপিএলে: লেস্টার সিটি বনাম লিভারপুল (বিকেল, ৫.০০), চেলসি বনাম বোর্নমুথ (সন্ধে, ৭.৩০), ম্যাঞ্চেস্টার সিটি বনাম নিউক্যাসল (রাত, ১০.০০)। স্টার স্পোর্টস সিলেক্ট ওয়ান ও সিলেক্ট এইচডি ওয়ান চ্যানেলে সরাসরি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন