Virat Kohli

‘ভাগ্যিস আমার কম বন্ধু, তাই রান করি বেশি’

তাঁর ভক্তের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়তে পারে। সোশ্যাল মিডিয়ায় ফলোয়ার হতে পারে বেশ কয়েক লাখ। কিন্তু তাঁর কাছের লোকের সংখ্যা খুব বেশি নয়। যেটা তাঁর সাফল্যের অন্যতম কারণ বলে মনে করেন বিরাট কোহালি।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৭ জানুয়ারি ২০১৭ ১৪:৪১
Share:

ফাইল চিত্র

তাঁর ভক্তের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়তে পারে। সোশ্যাল মিডিয়ায় ফলোয়ার হতে পারে বেশ কয়েক লাখ। কিন্তু তাঁর কাছের লোকের সংখ্যা খুব বেশি নয়। যেটা তাঁর সাফল্যের অন্যতম কারণ বলে মনে করেন বিরাট কোহালি।

Advertisement

‘‘ভাগ্যক্রমে আমার জীবনে খুব বেশি কাছের মানুষ নেই। সেটা হয়তো সাহায্য করেছে আমায় এগিয়ে যেতে। যদি জীবনে খুব বেশি লোক বা বন্ধুবান্ধব থাকত, তা হলে কথা বলতে হতো, সময় দিতে হতো। তাতে মনঃসং‌যোগ নড়ে যেতে পারত, টাইম ম্যানেজমেন্টটাই অসম্ভব হয়ে পড়ত,’’ বলেছেন বিরাট। ভারতীয় অধিনায়কের মনে হয়, সাফল্যের রাস্তায় হাঁটতে গেলে কোনও সীমাবদ্ধতার মধ্যে নিজেকে আটকে রাখা ঠিক নয়। ‘‘আমার মনে হয় খেলোয়াড় হিসেবে আমরা কোথাও যেন একটা সীমারেখা টেনে ফেলি। নিজেদের বলি, এর ও-পাশে যাওয়ার আর ক্ষমতা নেই আমাদের। কিন্তু এটা ঠিক নয়। আমরা জানি না যে কত কিছু করতে পারি। আমি এই জিনিসটা কখনও করিনি। সব সময় চেয়েছি নিজেকে ছাপিয়ে যেতে।’’

আরও পড়ুন- রান তাড়া করে জয় ছিনিয়ে আনায় সচিনকে ছাপালেন কোহালি

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement