বাঙালির বড় ম্যাচ

আই লিগে মোট চোদ্দোটা ডার্বি হয়েছে রবিবারে। ছ’টা জিতেছে ইস্টবেঙ্গল। ছ’টা মোহনবাগান। দুটো ড্র।

Advertisement
শেষ আপডেট: ১০ ফেব্রুয়ারি ২০১৭ ০৩:৩৯
Share:

শুরু ডার্বির দৌড়। ফিজিও গার্সিয়ার নজরদারিতে তৈরি হচ্ছেন সনিরা। তৈরি লাল-হলুদও। ছবি: শঙ্কর নাগ দাস।

আই লিগে মোট চোদ্দোটা ডার্বি হয়েছে রবিবারে। ছ’টা জিতেছে ইস্টবেঙ্গল। ছ’টা মোহনবাগান। দুটো ড্র।

Advertisement

রবিবার ডার্বির একমাত্র হ্যাটট্রিক করেছিলেন চিডি এডে (মোহনবাগান-৪ গোল)।

কোচ হিসেবে মর্গ্যান প্রথম ইনিংসে ১২টা ডার্বির মধ্যে সাতটা জিতেছিলেন। দুটো হার। তিনটে ড্র।

Advertisement

শেষ চার ডার্বিতে অপরাজিত ইস্টবেঙ্গল (ওয়াকওভার ধরে)।

আই লিগ যুগে ডার্বির সর্বোচ্চ গোলদাতা জোসে রামিরেজ ব্যারেটো (৭ গোল)।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement