আজ শুরু আই লিগ, চিন্তায় দুই প্রধান

আজ, শুক্রবার কোয়ম্বত্তূরে চেন্নাই সিটি এফসি-র বিরুদ্ধে নামছে ভারতের অনূর্ধ্ব-১৬, ১৯ ও ২৩ দলের ফুটবলারদের নিয়ে গড়া অ্যারোজ।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৬ অক্টোবর ২০১৮ ০৪:১৮
Share:

আই লিগে অভিযান শুরু করার আগে ইস্টবেঙ্গল ও মোহনবাগানে উৎকণ্ঠা বাড়ছে। অথচ সম্পূর্ণ উল্টো ছবি ইন্ডিয়ান অ্যারোজ শিবিরে।

Advertisement

আজ, শুক্রবার কোয়ম্বত্তূরে চেন্নাই সিটি এফসি-র বিরুদ্ধে নামছে ভারতের অনূর্ধ্ব-১৬, ১৯ ও ২৩ দলের ফুটবলারদের নিয়ে গড়া অ্যারোজ। গত মরসুমে লুইস নর্টন দে মাতোসের কোচিংয়ে আই লিগের প্রথম ম্যাচে চেন্নাইকেই ৩-০ হারিয়েছিলেন অভিজিৎ সরকার, রহিম আলিরা। ফিরতি লিগের ম্যাচ ড্র হয়েছিল। এ বারও কি তার পুনরাবৃত্তি হবে? অ্যারোজের কোচ মাতোসের প্রাক্তন সহকারী ফ্লয়েড পিন্টো বলেছেন, ‘‘গত মরসুমে চেন্নাইয়ের বিরুদ্ধে অপরাজিত থাকার অনুভূতিটা দারুণ। তবে এ বার পরিস্থিতি আলাদা। অনেক নতুন ফুটবলার যোগ দিয়েছে। আশা করছি, আকর্ষণীয় ম্যাচ হবে।’’

কলকাতার দুই প্রধানের ম্যাচ শনিবার। মণিপুরের ইম্ফলে ইস্টবেঙ্গলের প্রতিপক্ষ নেরোকা এফসি। কোঝিকোড়ে মোহনবাগান খেলবে গোকুলম এফসির বিরুদ্ধে। দু’দলই চব্বিশ ঘণ্টা আগে পৌঁছে গিয়েছে। এ দিন দুপুরে ইম্ফলের খেরায় গ্রাউন্ডে ঘণ্টা দেড়েক ম্যাচ প্র্যাক্টিস করান লাল-হলুদ কোচ আলেসান্দ্রো মেনেন্দেস। ম্যাচের আগে মূল স্টেডিয়ামে কোনও দলকেই অনুশীলন করতে দেওয়া হবে না। তাই কৃত্রিম ঘাসের মাঠেই নেরোকা ম্যাচের প্রস্তুতি নেন এনরিকো এসকুইদো। তবে ইম্ফলে পৌঁছে গেলেও অনুশীলন করেননি মহম্মদ আল আমনা। তাই উদ্বেগ বাড়ছে লাল-হলুদ শিবিরে।

Advertisement

ইস্টবেঙ্গলে শুধু আমনাকে নিয়ে অস্বস্তি। মোহনবাগান খেলতে গিয়েছে প্রধান দুই বিদেশিকে সনি নর্দে ইউতা কিনোয়াকি-কে বাদ দিয়েই। দুজনেই এখন কলকাতায় অনুশীলন করছেন। কোঝিকোড়ের প্রচণ্ড গরমও চিন্তা বাড়াচ্ছে মোহনবাগান শিবিরে। দিপান্দা ডিকারাও এ দিন মূল স্টেডিয়ামে অনুশীলন করার সুযোগ পাননি। সকালে স্থানীয় একটি মাঠেই ঘণ্টা দু’য়েক প্রস্তুতি সারেন তাঁরা।

শুক্রবার আই লিগে: চেন্নাই সিটি এফসি বনাম ইন্ডিয়ান অ্যারোজ (বিকেল ৫.০০, স্টার স্পোর্টস থ্রি চ্যানেলে)।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement