ICC

আন্তর্জাতিক ক্রিকেট খেলার ন্যূনতম বয়স কত? বিজ্ঞপ্তি দিয়ে জানাল আইসিসি

আন্তর্জাতিক ক্রিকেটের সব বিভাগেই সর্বনিম্ন বয়স আনা হল।

Advertisement

সংবাদ সংস্থা

নয়াদিল্লি শেষ আপডেট: ২০ নভেম্বর ২০২০ ১৯:৩২
Share:

ছবি: রয়টার্স

আন্তর্জাতিক ক্রিকেট খেলতে গেলে ক্রিকেটারের সর্বনিম্ন বয়স বেঁধে দিল আই সিসি। এখন থেকে দেশের হয়ে নামতে গেলে সর্বনিম্ন ১৫ বছর বয়স হতে হবে খেলোয়াড়ের। যদি কোনও দেশ ১৫ বছরের কম বয়সি কাউকে খেলাতে চায় তা হলে আইসিসি-র কাছ থেকে আগে থেকে অনুমতি নিতে হবে।

Advertisement

আইসিসি-র তরফ থেকে জানানো হয়, আন্তর্জাতিক ক্রিকেটের সব বিভাগেই সর্বনিম্ন বয়স আনা হল। এর ফলে ছেলেদের ক্রিকেটের সঙ্গে মেয়েদের ক্রিকেট এবং অনূর্ধ্ব-১৯ ক্রিকেটেও খেলতে হলে ক্রিকেটারের বয়স হতে হবে ১৫ বছর। তার চেয়ে ছোট বয়সের কাউকে খেলাতে হলে আইসিসি-কে জানাতে হবে। সেই খেলোয়াড়ের অভিজ্ঞতা, মানসিক অবস্থা দেখে তবেই সিদ্ধান্ত নেবে আইসিসি।

ভারতের হয়ে সব চেয়ে কম বয়সে আন্তর্জাতিক ক্রিকেট খেলেছিলেন কিংবদন্তি সচিন তেন্ডুলকর। মাত্র ১৬ বছর ২০৫ দিন বয়সে টেস্ট খেলেছিলেন তিনি। যদিও বিশ্ব ক্রিকেটে হাসান রাজা সব চেয়ে কম বয়সে ক্রিকেট খেলেছিলেন। তিনি মাত্র ১৪ বছর ২২৭ দিনের মাথায় নেমে পড়েছিলেন ব্যাট হাতে। যদিও মাত্র ৭টা টেস্ট এবং ১৬টি একদিনের ম্যাচ খেলেছিলেন তাঁর ক্রিকেট কেরিয়ারে।

Advertisement

আরও পড়ুন: কোহালির উইকেটকেই নিশানা করছেন প্যাট কামিন্স​

আরও পড়ুন: বীরুর খোঁচা গায়ে মাখলেন না, সামনে তাকাতে চান ম্যাক্সওয়েল

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন