ডুপ্লেসিদের দল বাছাই নিয়ে প্রশ্ন রোডসের

বিশ্বকাপে শ্রীলঙ্কা ও আফগানিস্তানের বিরুদ্ধে জয় পেয়েছেন ফ্যাফ ডুপ্লেসিরা। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ম্যাচ বাকি রয়েছে। কিন্তু তার আগেই বিশ্বকাপ থেকে এ বারের মতো বিদায় নিয়েছে দক্ষিণ আফ্রিকা। 

Advertisement

নিজস্ব প্রতিবেদন

কলকাতা শেষ আপডেট: ০২ জুলাই ২০১৯ ০৩:৫২
Share:

—ফাইল চিত্র।

চলতি বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার পারফরম্যান্স নিয়ে ক্ষুব্ধ সে দেশের প্রাক্তন ক্রিকেটার জন্টি রোডস। তিনি বলছেন, ‘‘দক্ষিণ আফ্রিকা এ বারের বিশ্বকাপে তাদের সেরা দল নিয়ে যেমন মাঠে নামতে পারেনি। তেমনই এই দক্ষিণ আফ্রিকা দলের চাপের মুখে কোনও দ্বিতীয় পরিকল্পনাও ছিল না। সেই কারণেই এই হতাশাজনক পারফরম্যান্স।’’

Advertisement

বিশ্বকাপে শ্রীলঙ্কা ও আফগানিস্তানের বিরুদ্ধে জয় পেয়েছেন ফ্যাফ ডুপ্লেসিরা। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ম্যাচ বাকি রয়েছে। কিন্তু তার আগেই বিশ্বকাপ থেকে এ বারের মতো বিদায় নিয়েছে দক্ষিণ আফ্রিকা।

সোমবার দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দল সম্পর্কে জন্টি বলেন, ‘‘বিশ্বকাপ শুরুর ঠিক আগে দক্ষিণ আফ্রিকার এই দলের ভবিষ্যৎ সম্পর্কে জানতে চেয়েছিল সংবাদমাধ্যম। তখনই বলেছিলাম, ডুপ্লেসির এই দলটা নিয়ে কেউ বিশেষ কিছু আশা করছেন না।’’ জন্টি সঙ্গে যোগ করেন, ‘‘গত এক বছরে দক্ষিণ আফ্রিকা দলটা সে ভাবে ছন্দে ছিল না দক্ষিণ আফ্রিকার ক্রিকেট দল। সে কারণেই প্রথম একাদশটাও ঠিকমতো বেছে নিতে পারেনি ওরা।’’

Advertisement

কুইন্টন ডি’ককদের ভরাডুবি প্রসঙ্গে জন্টি আরও বলেন, ‘‘বিশ্বকাপের মতো প্রতিযোগিতায় ৪০ কিংবা ৬০ রানকে শতরানে পরিণত করতে হয়। দলের একমাত্র পরিকল্পনা ছিল জোরে বল করে প্রতিপক্ষকে আউট করা। কিন্তু ওরা ভুলে গিয়েছিল ইংল্যান্ডের গ্রীষ্মকে দু’টি অর্ধে ভাগ করা হয়। প্রথমার্ধে ঠাণ্ডা ও বল সুইং করার পরিবেশ থাকে। কিন্তু দ্বিতীয় অর্ধে গরমে পাটা উইকেট হয়। ওরা এটা ভাবেইনি।’’

একই সঙ্গে জন্টি রোডস বলেন, ‘‘এ বি ডিভিলিয়ার্স অবসর নিয়ে ফেলায় ওকে শেষ মুহূর্তে দলভুক্ত করা হয়নি। কিন্তু এবি-র মতো ক্রিকেটারের বিকল্প তো গত এক বছরে পাওয়া যায়নি। তা হলে শেষ মুহূর্তে যখন ও খেলার জন্য আবেদন করেছিল, তখন ডিভিলিয়ার্সকে কেন দলে নেওয়া হল না তা বোঝা যায়নি।’’

এবার শুধু খবর পড়া নয়, খবর দেখাও।সাবস্ক্রাইব করুনআমাদেরYouTube Channel - এ।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন