ICC Cricket World Cup 2019

নেটে বিধ্বংসী ধোনি, দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে কি এই মেজাজেই দেখা যাবে? দেখুন ভিডিয়ো

নেটে ব্যাট হাতে ঝড় তুলছেন মহেন্দ্র সিংহ ধোনি। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে এই মেজাজেই কি দেখা যাবে ভারতের প্রাক্তন অধিনায়ককে?

Advertisement

নিজস্ব প্রতিবেদন

কলকাতা শেষ আপডেট: ০৩ জুন ২০১৯ ১৯:০২
Share:

নেটে মারকুটে মেজাজে ধোনি। ছবি: পিটিআই

নেটে ব্যাট হাতে ঝড় তুলছেন মহেন্দ্র সিংহ ধোনি। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে এই মেজাজেই কি দেখা যাবে ভারতের প্রাক্তন অধিনায়ককে? আজ, সোমবার বিসিসিআইয়ের পক্ষ থেকে তাদের টুইটার হ্যান্ডেলে একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়োতে মারকুটে মেজাজে দেখা গিয়েছে ধোনিকে।

Advertisement

বিশ্বকাপে এখনও ভারত নামেনি। শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত ভারতীয়রা। অন্যদিকে, দক্ষিণ আফ্রিকা ইতিমধ্যেই দু’টি ম্যাচ খেলে ফেললেও জয়ের মুখ দেখেনি। সেই কারণেই বাড়তি সতর্ক ভারত অধিনায়ক বিরাট কোহালি। বোর্ডের তরফে প্রকাশিত ভিডিয়োয় ধোনিকে দেখে আশায় বুক বাঁধছেন ভক্তরা।

বাংলাদেশের বিরুদ্ধে ভারতের দ্বিতীয় গা ঘামানোর ম্যাচে দুর্দান্ত শতরান করে প্রতিপক্ষদের বার্তা দিয়ে রেখেছেন মাহি। পুরনো ফর্মে ফেরার আভাস দিয়েছেন অধিনায়ক বিরাটকেও। এদিনের ভিডিয়োয় ধোনিকে নেটে বড় শট মারতে দেখে চিন্তিত হওয়ারই কথা প্রোটিয়াদের।

Advertisement

আরও পড়ুন: বিশ্বকাপে নজর কাড়ছেন এই সুন্দরী পাক ধারাভাষ্যকার, চেনেন এঁকে?

আরও খবর: একটিই ম্যাচ জিতবে বাংলাদেশ, ভবিষ্যদ্বাণী করে ভয়ঙ্কর ট্রোলড ম্যাকালাম

বিশেষজ্ঞরা বলছেন, মহেন্দ্র সিংহ ধোনির বিরুদ্ধে দু’ প্লেসি-বাহিনীকে গেম প্ল্যান বানাতে হবে। ধোনি যে ফর্মে রয়েছেন, তাতে তিনি দক্ষিণ আফ্রিকার বোলিং ধ্বংস করতে পারেন। টানা দু’ ম্যাচ হেরে দক্ষিণ আফ্রিকা এখন চাপে। তার উপরে নেটে ধোনির ব্যাটিং আরও চাপে ফেলে দেবে ফ্যাফ দু’ প্লেসি বাহিনীকে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন