Cricket

বাদ মহম্মদ আমির, নেতৃত্বে সেই সরফরাজ, বিশ্বকাপের দল ঘোষণা করল পাকিস্তান

ভারতের পর বিশ্বকাপের দল ঘোষণা করল পাকিস্তানও। দল ঘোষণায় রেয়েছ চমক। বাদ পড়েছেন মহম্মদ আমির। দলে নেই মহম্মদ আব্বাস, মহম্মদ রিজওয়ান, উসমান শিনওয়ারি, ইয়াসির শাহও। ফলে স্বাভাবিক ভাবেই শুরু হয়েছে বিতর্ক। কে কে রয়েছেন পাকিস্তানের বিশ্বকাপের এই স্কোয়াডে? দেখে নেওয়া যাক।

Advertisement
নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ১৯ এপ্রিল ২০১৯ ১০:৪৪
Share:
০১ ১৬

ভারতের পর বিশ্বকাপের দল ঘোষণা করল পাকিস্তানও। দল ঘোষণায় রেয়েছ চমক। বাদ পড়েছেন মহম্মদ আমির। দলে নেই মহম্মদ আব্বাস, মহম্মদ রিজওয়ান, উসমান শিনওয়ারি, ইয়াসির শাহও। ফলে স্বাভাবিক ভাবেই শুরু হয়েছে বিতর্ক। কে কে রয়েছেন পাকিস্তানের বিশ্বকাপের এই স্কোয়াডে? দেখে নেওয়া যাক।

০২ ১৬

সরফরাজ আহমেদ, অধিনায়ক: অধিনায়কের ব্যাটন এ বারেও সরফরাজের হাতেই। নেতৃত্বে দক্ষতার কারণে তাঁকেই চেয়েছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড। উইকেটকিপার ও ডান হাতি ব্যাটসম্যান হিসাবে বহু বার ম্যাচ জিতিয়েছেন। ১০১টি ম্যাচ খেলে ১৯৪২ রান করেছেন তিনি। ৯৮টি ক্যাচ নিয়েছেন, ২৩টি স্ট্যাম্প আউটও করেছেন।

Advertisement
০৩ ১৬

শোয়েব মালিক, সহ-অধিনায়ক: দলের অন্যতম নির্ভরযোগ্য ব্যাটসম্যান শোয়েব রয়েছেন বিশ্বকাপ দলে। তাঁর অভিজ্ঞতাকে কাজে লাগাতে চাইবে পাকিস্তান।

০৪ ১৬

আবিদ আলি, ডান হাতি ব্যাটসম্যান: দু’টি আন্তর্জাতিক ম্যাচ খেলে তিনি ১১২ রান করেছেন। নির্ভরযোগ্য ব্যাটসম্যান হিসাবে, ওপেনারদের মধ্যেই তাঁকে রাখল দল।

০৫ ১৬

বাবর আজম, ব্যাটসম্যান: ৫৯টি ওডিআই খেলে ২৪৬২ রান করেছেন তিনি। পাক ওপেনারদের মধ্যে তিনিই সবার আগে থাকবেন। তাঁর ঝোড়ো ইনিংসে ভর করে অনেকবার ম্যাচ জিতেছে পাকিস্তান।

০৬ ১৬

ইমাম উল হক, বাঁ হাতি ব্যাটসম্যান: ২৪টি ম্যাচে ১১৫৩ রান করেছেন তিনি। বাঁহাতি ওপেনারের উপর ভরসা রাখলেন নির্বাচকরা।

০৭ ১৬

ফাহিম আশরাফ, বোলিং অলরাউন্ডার: ২০টি একদিনের ম্যাচে ৭৮৮ বলে ৬০০ রান দিয়ে পেয়েছন ১৯টি উইকেট। পিঞ্চহিটার হিসাবে দক্ষ ফাহিম ব্যাটটাও খারাপ করেন না।

০৮ ১৬

ফখর জামান, বাঁ হাতি ব্যাটসম্যান: ওপেনারদের মধ্যে অন্যতম ভরসা তিনিও। ব্যাট হাতে ঝড় তুললে বিপক্ষ বোলাররা দাঁড়াতেই পারবেন না জামানের সামনে, বিশেষজ্ঞরা বলছেন এমনটাই। ৩১টি একদিনের ম্যাচে মোট রান ১৪৪২।

০৯ ১৬

হ্যারিস সোহেল, বাঁ হাতি ব্যাটসম্যান: ৩১টি একদিনের ম্যাচে মোট রান ১২৫১। ৬১২ বলে ৫৭১ রান দিয়ে ১১টি উইকেটও পেয়েছেন সোহেল। তাই ব্যাটে-বলে দক্ষ ক্রিকেটারকে দলে নিতেই হত। মিডল অর্ডারের অন্যতম ভরসা তিনি।

১০ ১৬

হাসান আলি, ফাস্ট বোলার: ৪৪টি একদিনের ম্যাচে ৭৭টি উইকেট পেয়েছেন তিনি। প্রথম একাদশে হাসান থাকবেন বলেই মনে করা হচ্ছে।

১১ ১৬

ইমাদ ওয়াসিম, অলরাউন্ডার: ৪১টি একদিনের ম্যাচে ৩৩টি উইকেট পেয়েছেন তিনি। ব্যাটের হাতটাও বেশ ভাল। লোয়ার মিডলের অন্যতম ভরসা তিনি।

১২ ১৬

মহম্মদ হাফিজ, অলরাউন্ডার: ২০৮টি একদিনের ম্যাচে ৬৩০২ রান করেছেন হাফিজ। অভিজ্ঞ এই ক্রিকেটার একদিনের ম্যাচে ১৩৭টি উইকেটও পেয়েছেন। স্পিনার অলরাউন্ডার ইনিংস শুরুও করতে পারেন।

১৩ ১৬

জুনেইদ খান, ফাস্ট বোলার: ৭৪টি একদিনের ম্যাচে ১০৮টি উইকেট পেয়েছেন তিনি। সাম্প্রতিক কালের বোলারদের মধ্যে অন্যতম ভরসা জুনেইদ। পেস আর স্ট্যামিনাই তাঁকে এগিয়ে রাখবে।

১৪ ১৬

মহম্মদ হাসনাইন, পেসার: একেবারে নতুন মুখ তিনি। ১৯ বছরের তরুণ ৩টি একদিনের ম্যাচ খেলে দু’টি উইকেট পেয়েছেন। তিনি আবার জন্মসূত্রে ভারতীয়।

১৫ ১৬

সাদাব খান, অলরাউন্ডার: ৩৪টি একদিনের ম্যাচে ২৯৪ রান করেছেন সাদাব। অভিজ্ঞ এই ক্রিকেটার একদিনের ম্যাচে ৪৭টি উইকেটও পেয়েছেন।

১৬ ১৬

শাহিন শাহ আফ্রিদি, পেসার: মাত্র ১৯ বছরের এই তরুণ ১০টি একদিনের ম্যাচে ১৯টি উইকেট নিয়ে নজর কেড়েছেন নির্বাচকদের। প্রাক্তন ক্রিকেটার রিয়াজ আফ্রিদির ভাই তিনি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
Advertisement
আরও গ্যালারি
Advertisement