ব্রিসবেন

তিনদিনের লকডাউন, নতুন জটিলতা রাহানেদের ব্রিসবেনে খেলা নিয়ে

বৃহস্পতিবার সৌরভ গঙ্গোপাধ্যায় বাড়ি ফিরতেই অস্ট্রেলিয়া বোর্ডকে সরকারি ভাবে চিঠি লিখে ব্রিসবেনের কড়া কোয়রান্টিনের নিয়ম শিথিল করার অনুরোধ করেছিল বিসিসিআই।

Advertisement

সংবাদ সংস্থা

সিডনি শেষ আপডেট: ০৮ জানুয়ারি ২০২১ ১২:৫৭
Share:

গাব্বায় টেস্ট হওয়া নিয়ে ফের অনিশ্চয়তা। ফাইল ছবি

ব্রিসবেন টেস্ট নিয়ে জটিলতা আরও ঘনীভূত হল। শুক্রবার নতুন করে আরও তিন দিনের লকডাউন জারি করল ক্যুইন্সল্যান্ড সরকার। ফলে গাব্বায় চতুর্থ টেস্ট আয়োজন করা নিয়ে আরও প্রশ্নের মুখে পড়ল ক্রিকেট অস্ট্রেলিয়া।

Advertisement

বৃহস্পতিবার সৌরভ গঙ্গোপাধ্যায় বাড়ি ফিরতেই অস্ট্রেলিয়া বোর্ডকে সরকারি ভাবে চিঠি লিখে ব্রিসবেনের কড়া কোয়রান্টিনের নিয়ম শিথিল করার অনুরোধ করেছিল বিসিসিআই। কিন্তু এ দিনের ঘটনা তাকেই আরও প্রশ্নের মুখে ফেলেছে।

অস্ট্রেলিয়ার এক সংবাদপত্রে সে দেশের বোর্ডের এক সূত্র বলেছেন, “এই তিনদিনের লকডাউনের কী প্রভাব পড়তে চলেছে ব্রিসবেনে, তা ক্রিকেট অস্ট্রেলিয়ার কর্তারা খতিয়ে দেখছেন। আমরা জানি ভারত ইতিমধ্যেই কঠোর জৈব সুরক্ষা বলয়ে আপত্তি জানিয়ে আমাদের চিঠি দিয়েছে।”

Advertisement

আরও খবর: ব্রিসবেনে নিভৃতবাস নিয়ম শিথিল করো, চিঠিতে বলল বোর্ড

আরও খবর: ওয়ার্নের ভিডিয়োই স্পিন-গুরু চহালের

জানা গিয়েছে, এক হোটেল কর্মী করোনায় আক্রান্ত। তাঁর দেহে করোনাভাইরাসের নতুন স্ট্রেনের হদিশ মিলেছে। প্রশাসন তাই আরও তৎপর। প্রাথমিক ভাবে ৩৬ হাজার দর্শককে স্টেডিয়ামে প্রবেশের অনুমতি দেবে ভেবেছিল বোর্ড। কিন্তু পরিবর্তিত পরিস্থিতিতে পরিকল্পনা ফের বদলাতে পারে।

যা অবস্থা, তাতে ব্রিসবেন টেস্ট নিয়ে জট যে আরও কয়েকদিন চলবে, তা নিয়ে সন্দেহ নেই।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন