স্মিথ

তাঁর সামনেই শ্যাডো ব্যাটিং রোহিতের, দাঁড়িয়ে হজম করলেন স্মিথ

সিডনি টেস্টের পঞ্চম দিন এ ভাবেই ঋষভ পন্থ ব্যাটিং করার সময় উইকেটের সামনে দাঁড়িয়ে ‘শ্যাডো ব্যাটিং’ করেছিলেন স্মিথ।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৮ জানুয়ারি ২০২১ ১২:১৯
Share:

এভাবেই শ্যাডো ব্যাটিং করছিলেন রোহিত। ছবি টুইটার

ইট ছুড়লে পাটকেল যে খেতে হয়, সেটা সম্ভবত বুঝতে পারলেন স্টিভ স্মিথ। অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ককে সেটাই বোঝালেন রোহিত শর্মা

Advertisement

সোমবার চতুর্থ দিনে কোনও এক ওভার পরিবর্তনের সময় ঘটে এই ঘটনা। ব্যাটে ভর দিয়ে ক্রিজের মাঝে দাঁড়িয়েছিলেন স্মিথ। তাঁর অদূরেই উইকেটের সামনে দাঁড়িয়ে শ্যাডো ব্যাটিং প্র্যাকটিস করে নেন রোহিত। গোটা জিনিসটাই দেখেন স্মিথ। পরে রোহিতের সঙ্গে মজাও করতে দেখা যায়।

সিডনি টেস্টের পঞ্চম দিন এ ভাবেই ঋষভ পন্থ ব্যাটিং করার সময় উইকেটের সামনে দাঁড়িয়ে ‘শ্যাডো ব্যাটিং’ করেছিলেন স্মিথ। শুধু তাই নয়, পন্থের স্টাম্প গার্ডও ঘষে তুলে দিয়েছিলেন। এই নিয়ে বিস্তর সমালোচনা হয়েছিল। যদিও গোটাটাই অস্বীকার করে স্মিথ পরে জানান, এটা তাঁর স্বভাব।

Advertisement

আরও খবর: বার্সেলোনার হয়ে প্রথম লাল কার্ড, চার ম্যাচ নির্বাসিত হতে পারেন মেসি

আরও খবর: প্রভাকরকে মনে করাল শার্দূল, এই গভীরতা এসেছে আইপিএল থেকে

অধিনায়ক টিম পেন এবং কোচ জাস্টিন ল্যাঙ্গারকেও পাশে পেয়েছিলেন স্মিথ। রোহিত কিন্তু একবারও স্টাম্প গার্ড ঘষার চেষ্টা করেননি। এতেই দু’জনের পার্থক্য আরও বেশি করে সামনে এল বলে মনে করছেন নেটাগরিকরা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement