rohit sharma

বড় চোট পেলেন শ্রেয়স, ফিল্ডিং করতে পারলেন না রোহিতও

শ্রেয়সের কাঁধের হাড় সরে গিয়েছে। রোহিত শর্মা কনুইয়ে চোট পান। দুজনের কেউই আর ফিল্ডিং করতে পারেননি।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৩ মার্চ ২০২১ ২১:২৪
Share:

শ্রেয়সের চোট ভারত ও দিল্লি ক্যাপিটালসের চিন্তা বাড়াল। ছবি - বিসিসিআই

ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম একদিনের ম্যাচ চলাকালীনই ভারতীয় দলে জোড়া ধাক্কা। বড় চোট পেলেন শ্রেয়স আইয়ার রোহিত শর্মা। শ্রেয়সের কাঁধের হাড় সরে গিয়েছে। রোহিত শর্মা কনুইয়ে চোট পান। দুজনের কেউই আর ফিল্ডিং করতে পারেননি।

Advertisement

কারও চোট নিয়েই কিছু জানানো না হলেও দেখে মনে হয়েছে শ্রেয়সের চোট বেশ গুরুতর। স্ক্যান করার জন্য তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। অষ্টম ওভারের চতুর্থ বলে কাঁধে চোট পান তিনি। শার্দূল ঠাকুরের বলে কভার ড্রাইভ করেন জনি বেয়ারস্টো। বাঁদিকে ঝাঁপিয়ে বল আটকাতে যান শ্রেয়স। দুটি রান বাঁচালেও যন্ত্রণায় ছটফট করতে থাকেন তিনি। ভারতীয় ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, তাঁর কাঁধের হাড় সরে গিয়েছে। স্ক্যান করা হবে। কাঁধে হাত দিয়ে তিনি মাঠ ছাড়েন। আইপিএলে দিল্লি ক্যাপিটালসকে নেতৃত্ব দেওয়ার কথা তাঁর। ৯ এপ্রিল থেকে শুরু হচ্ছে প্রতিযোগিতা। তার আগে স্বাভাবিক ভাবেই চিন্তায় পড়ে গেল দিল্লি।

রোহিত ব্যাট করার সময় চোট পান। পঞ্চম ওভারে মার্ক উডের একটি বল রোহিতের ডান কনুইয়ে এসে লাগে। ঘণ্টায় ১৪৮ কিলোমিটার গতির বল হাতে লাগার পর স্বাভাবিক ভাবেই ব্যথা অনুভব করেন রোহিত। তখন ৪ রানে ব্যাট করছিলেন তিনি। শেষ পর্যন্ত ৪২ বলে ২৮ রান করে বেন স্টোকসের বলে কট বিহাইন্ড হন রোহিত। তিনি আর ফিল্ডিং করতে নামেননি।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement