Test

স্টার্কদের আগুনে বোলিং, পূজারার সেঞ্চুরি, দেখে নিন অ্যাডিলেডে প্রথম দিনের নজরকাড়া মুহূর্ত

টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিলেন অধিনায়ক বিরাট কোহালি। কিন্তু, অধিনায়কের সেই সিদ্ধান্তকে সম্মান দিতে পারেননি দুই ভারতীয় ওপেনার। এক সময় মাত্র ৮৬ রানের মধ্যে পাঁচ উইকেট চলে গিয়েছিল। তখন হাল ধরেন পূজারা। তাঁর ব্যাট থেকে আসে অসাধারণ শতরান। দিনের শেষে ভারত ৯ উইকেটে ২৫০ রান। দেখে নেওয়া যাক অ্যাডিলেড টেস্টের প্রথম দিনের কিছু ঝলক।

Advertisement
নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ০৬ ডিসেম্বর ২০১৮ ১৬:৪৯
Share:
০১ ০৯

টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিলেন অধিনায়ক বিরাট কোহালি। কিন্তু, অধিনায়কের সেই সিদ্ধান্তকে সম্মান দিতে পারেননি দুই ভারতীয় ওপেনার। এক সময় মাত্র ৮৬ রানের মধ্যে পাঁচ উইকেট চলে গিয়েছিল। তখন হাল ধরেন পূজারা। তাঁর ব্যাট থেকে আসে অসাধারণ শতরান। দিনের শেষে ভারত ৯ উইকেটে ২৫০ রান। দেখে নেওয়া যাক অ্যাডিলেড টেস্টের প্রথম দিনের কিছু ঝলক।

০২ ০৯

টসে জিতে ব্যাট নিয়েছিলেন কোহালি। শুরুতেই আগুনে স্পেল করেন মিচেল স্টার্ক এবং জস হ্যাজেলউড। ফিরে যান বিজয়, রাহুল, রাহানেরা।

Advertisement
০৩ ০৯

বড় ধাক্কাটা দেন প্যাট কামিন্স। তাঁর বলে মাত্র ৩ রান করে ফিরে যান অধিনায়ক বিরাট কোহালি। দুরন্ত ক্যাচ নেন উসমান খোয়াজা।

০৪ ০৯

প্রাথমিক ধাক্কা কাটাতে পূজারাকে নিয়ে লড়াই শুরু করেছিলেন রোহিত শর্মা। বেশ ভালই ব্যাট করছিলেন তিনি। কিন্তু, টেস্টে নিয়মিত সদস্য হতে হলে যে ধৈর্য দরকার, তার এখনও যেন অভাব রয়েছে রোহিতের মধ্যে। ৬১ বলে ৩৭ রান করে আউট হন রোহিত।

০৫ ০৯

এর পর উইকেটরক্ষক-ব্যাটসম্যান ঋষভ পন্থকে নিয়ে লড়াই শুরু করেন পূজারা। ভালই এগোচ্ছিলেন তাঁরা। তখনই ছন্দপতন। দলের ১২৭ রানের মাথায় ফিরে যান পন্থ।

০৬ ০৯

ছয় উইকেট চলে যাওয়ার পরে রবিচন্দ্রণ অশ্বিনকে নিয়ে লড়াই শুরু করেন পূজারা। দলের স্কোর ১৮৯, তখন ফিরে যান অশ্বিন। তিনি করেন ২৫ রান। পূজারা-অশ্বিন পার্টনারশিপে ওঠে ৬২ রান। ভারতীয় ইনিংসের সর্বোচ্চ পার্টনারশিপও এটিই।

০৭ ০৯

উইকেটের অপর প্রান্তে চোয়াল চেপে লড়াই চালিয়ে যাচ্ছিলেন চেতেশ্বর পূজারা। ৮৪তম ওভারে নিজের শতরান পূর্ণ করেন পূজারা। ততক্ষণে দলের স্কোর ২০০ রানের গণ্ডি টপকে গিয়েছে।

০৮ ০৯

তবে শেষে কিছুটা বিষাদের সুর বেজে গেল। ৮৮তম ওভারে রান আউট হয়ে ফিরতে হল পূজারাকে। ২৪৬ বলে ১২৩ রানে আউট হন তিনি।

০৯ ০৯

প্রথম দিনের শেষে ৬ রানে ব্যাট করেছেন মহম্মদ শামি। দ্বিতীয় দিন শামির সঙ্গী হবেন বুমরা। এখন দেখার তাঁরা কতটা এগিয়ে নিয়ে যেতে পারেন দলকে। আর তার পর দেখার ভারতীয় বোলাররা কী ভাবে অস্ট্রেলিয়ার ব্যাটসম্যানদের চাপে ফেলতে পারেন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
Advertisement
আরও গ্যালারি
Advertisement